31 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

মাদারীপুর জেলা প্রশাসকের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও মতবিনিময় সভা

মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ ইয়াসমিন আক্তার বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। আজ সোমবার সকালে কালকিনি উপজেলা নির্বাহী অফিস, ভুমি অফিস, কালকিনি থানা, পৌরসভা, পৌরসভা ডিজিটাল সেন্টার, কালকিনি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, শিকারমঙ্গল ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক, আমার বাড়ি আমার খামার প্রকল্প, আশ্রয়ন প্রকল্প পরির্দশন শেষে দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাসের সভাপতিত্বে ও সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অংশ গ্রহন করেন। মতবিনিময় সভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য করেন, মাদারীপুরে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ ইয়াসমিন আক্তার, সহকারী কমিশনার(ভূমি) মাহবুবা ইসলাম, কালকিনি থানা অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. শিবলী রহমান, উপজেলা প্রকল্প বাস্তব কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান, কাঞ্চনপুর ইউনিয়ন চেয়ারম্যান মাহাবুবর রহমান মুরাদ সরদার প্রমুখ।

- Advertisment -

সর্বশেষ সংবাদ