31 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

মধুপুরে কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির উদ্যোগে মেধা বৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে মধুপুর উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির উদ্যোগে মেধা বৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মধুপুর উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির আয়োজনে শনিবার( ২৮ সেপ্টেম্বর) দুপুরে মধুপুর অডিটোরিয়ামে উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত লে.কর্ণেল মো. আসাদুল ইসলাম আজাদ। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ইসলামিক কমিউনিটি এসোসিয়েশনের সমাজ কল্যান সম্পাদক অধ্যাপক ড. মোজাম্মেল হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর থানা অফিসার ইনচার্জ এমরানুল কবির, উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম খান, মধুপুর রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বাছেদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রুনা লায়লা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রমজান আলী, আর,এ, কে, সিরামিক প্রোডাকশন বি,সি,এল,ইনচার্জ মো.খোরশেদ আলম খান, আল হিদায়া হজ্জ কাফেলা চেয়ারম্যান সাংবাদিক আমিনুল ইসলাম মারুফী প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক, উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির সকল শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সৃজন একাডেমী স্কুলের প্রধান শিক্ষক মো. নাজমুল ইসলাম, ও আন নুর হোসেন সায়েন্টিফিক মাদ্রাসার সিনিয়র শিক্ষক আব্দুল জলিল এবং আফাজ উদ্দিন সুমন।

- Advertisment -

সর্বশেষ সংবাদ