31 C
Dhaka
শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪

কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রবাসী পরিবারের উপর হামলা” মহিলাসহ আহত-২

মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ফারুক আকন(৬৫) নামে এক প্রবাসী পরিবারে হামলার ঘটনা ঘটে। এতে মহিলাসহ ২ জন আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল সুত্রে জানাগেছে, উপজেলার শিকারমঙ্গল এলাকার চরফতে বাহাদুর গ্রামের অসহায় কৃষক ফারুক আকন তার ক্রয়কৃত জমিতে কাজ করতে যান। এসময় একেই এলাকার প্রতিপক্ষ সাইদুল মাতুব্বর তাকে বাধা সৃষ্টি করে। এ নিয়ে উভয় পক্ষের মাঝে বাকবিতণ্ডা হয়। এক পর্যায় সাইদুল মাতুব্বরের নেতৃত্বে তার স্ত্রী রহিমা বেগম ও মেয়ে শাহানাজসহ বেশ কয়েজন মিলে সৌদি প্রবাসী ফারুক আকনকে (৬৫) কাচিদিয়ে কুপিয়ে আহত করে। এ সময় কাচির কোপে বাম হাতের আঙ্গুল ইনজুরী হয়। স্বামীকে বাচাতে ফারুকের পরিবারের সদস্যরা এগিয়ে আসলে ফারুক আকনের স্ত্রী তাসলিমা বেগম(৪৫)কে বাশ দিয়ে মাথায় আঘাত করে ফাটিয়ে ফেলে। আহতদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে রক্তাক্ত অবস্থায় তাদের ফেলে প্রতিপক্ষরা পালিয়ে যায়। এ সময় আহতদেরকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়। আহত প্রবাসী ফারুক আকন জানান, আমি এবং আমার স্ত্রী সাইদুলের হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। আমার স্ত্রীর মাথায় আঘাতে প্রচন্ড জখম হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হাসপাতাল কর্তৃপক্ষ আমার স্ত্রীর বিষয়টি সাধারন জনক আঘাত বলে ভর্তিতে উল্লেখ করেছে। আহত ফারুক আকনের মেয়ে রনি আক্তার বলেন, আমার মায়ের মাথায় বাশ দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। মাথায় চারটি সেলাই দিতে হয়েছে। আর বাবার হাতের আঙ্গুল ইনজুরী হয়েছে কিন্তু প্রভাবশালীদের যোগসাযোহে নরমাল আহত বলে ভর্তি কাগজে উল্লেখ করা হয়েছে। সঠিক ভাবে ভর্তি ফরমে অহতর ঘটনা উল্লেখ চাই। অভিযুক্ত সাইদুল মাতুব্বর জানান, তারা আমাদের উপর হামলা করেছে। আমরা তাদের কিছু করিনি।
এব্যাপারে কালকিনি থানার ওসি হুমায়ন কবির বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

- Advertisment -

সর্বশেষ সংবাদ