31 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

শ্রীলঙ্কার কলম্বোতে চলছে বাংলাদেশিদের শিল্পকর্ম প্রদর্শনী

জেডিএ পেরারা গ্যালারিতে শিল্পী জিয়াউল হক রাজু, অরণী চ্যাটার্জি সহ আরও অনেক শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনী গত শুক্রবার (৬ই সেপ্টেম্বর) সন্ধ্যা ৫ টায় শুরু হয়েছে।
প্রদর্শনী চলবে ৫ই সেপ্টেম্বর থেকে ৮ই সেপ্টেম্বর পর্যন্ত । কলম্বো আর্ট এক্সপো ২০২৪ এর আয়োজিত এই শিল্প প্রদর্শনীতে উপস্থিত হয়েছিলেন অনেক দর্শক। যাদের উপস্থিতিতে গ্যালারি হয়ে উঠেছিল অনেক আনন্দময়। দর্শকরা উপভোগ করেছেন শিল্পীদের শিল্পকর্মগুলোকে। কলম্বো আর্ট এক্সপো এর কিউরেটর ইমরান হোসেন শিল্পীদের সাথে নিয়ে সুন্দরভাবে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সমপর্ণ করেছেন।

প্রদর্শনীতে বিভিন্ন দেশের শিল্পীদের শিল্পকর্ম প্রদশিত হয়েছে। যাদের মধ্যে অনেকেই উপিস্থিত ছিলেন এই অনুষ্ঠানে । এতে ছিল অ্যাক্রিলিক, জলরং, মিশ্র মিডিয়ার পেইন্টিং এবং ভাস্কর্য ।

ঢাকার ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (UODA)–এর সাবেক শিক্ষার্থী জিয়াউল হক রাজু, অরণী চ্যাটার্জি, মানসি বণিক ও প্রীতম চৌধুরী সশরীরে উপস্থিত ছিলো গ্যালারিতে।

শিল্পী জিয়াউল হক রাজু একজন আর্টিস্টের পাশাপাশি একজন ফিল্মমেকারও । তিনি তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়ে দেশ বিদেশ থেকে অনেক পুরস্কৃত হয়েছেন।
শিল্পী জিয়াউল হক রাজু এর বক্তব্যে জানান যে, তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভিন্ন দেশের বাইরে স্ক্রিনিং হলেও কখনও যাওয়া হয়নি কিন্তু চিত্রকর্ম প্রদর্শনী দেশের বাইরে এই প্রথম প্রদর্শনী হয়েছে এবং অনুষ্ঠানে উপস্থিত হয়ে পেন্টিংয়ের সামনে দাঁড়িয়ে থাকা দর্শকদের প্রতিক্রিয়া অবজারভেশন করেছি। এবং অনেকের সাথে পেন্টিংয়ের বিষয়বস্ত আদান প্রদান করার সুযোগ পাওয়া গিয়েছে। তার জন্য আমি অনেক বেশি খুশি।

অরণী চ্যাটার্জি তার বক্তব্যে জানান যে, প্রথমত অনেক শিল্পীদের সাথে নিজের আঁকা ছবি দেয়ালে দেখতে পেরে খুব ভালো লাগছিল। তারপর ভিন্ন দেশের মানুষজন যখন পেন্টিং- এর সামনে দাঁড়িয়ে পেন্টিং দেখে তাদের অনুভূতি জানায় তখন ভালো লাগাটা আরও অনেক বেশি বেড়ে যায়।

প্রদর্শনীর ওপেনিংয়ের দিন বাংলাদেশি নারী ও পুরুষ শিল্পীরা শাড়ি ও পাঞ্জাবি পরে বাঙালিয়ানা সাজে উপস্থিত হয়েছিলেন।
বাংলাদেশি শিল্পীদের মধ্যে যাদের শিল্পকর্ম নির্বাচিত হয়েছে তারা হলেন,
জিয়াউল হক রাজু, অরণী চ্যাটার্জি, প্রীতম চৌধুরী, মানুসি বণিক,
সুলতানুল ইসলাম, শ্যামল চন্দ্র সরকার, মাহফুজা বিউটি, রুবিনা নার্গিস, এস এম মিজানুর রহমান, মানবেন্দ্র ঘোষ, শামা সায়োম, ব্রিগেড গোমেজ, সুমন চন্দ্র দাস, মোহাম্মদ সুজাউল আবেদীন, আকসা কণিকা, জান্নাতুল ফেরদাস কেয়া, মালেকা সুলতানা, রেবেকা নীলা নোমান, ফরিদা ইয়াসমিন পারভিন, ইমরুজ শিমু, শবনম চৌধুরী, শ্রেষ্ঠ সাহা ও অনিক বার্ভা।

শিল্পীদের পক্ষ থেকে ক্রিয়েটর ইমরান হোসেনকে অনেক ধন্যবাদ জানানো হয় কলম্বো আর্ট এক্সপো ২০২৪ শিল্প প্রদর্শনী আয়োজন করার জন্য।

- Advertisment -

সর্বশেষ সংবাদ