31 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

আনুহলা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককের বিরুদ্ধে দূর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল সদর উপজেলা হুগড়া ইউনিয়নের আনুহলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের বিরুদ্ধে দূর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
গত আগষ্ট মাসের ২৮ তারিখে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ পত্র দেয় এলাকাবাসী।

অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, আবুল কালাম আজাদ যোগদান করার পর থেকেই এই বিদ্যালয়ের দূর্নীতি শুরু হয়। আজাদ স্যার তার নিয়োগ এই স্কুলে নেয় ১৫ লক্ষ টাকার মাধ্যমে। বিদ্যালয়ের বিভিন্ন সময়ে নিয়োগ বানিজ্য করে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে এই শিক্ষক। গত ৮ বছরে বিদ্যালয়ের সেশন চার্জের টাকা, পরীক্ষার ফ্রি বাবদ অতিরিক্ত টাকা সহ বিদ্যালয়ের ভবনের গাইড ওয়াল নির্মাণ প্রকল্প থেকে ৩ লাখ টাকা আত্মসাৎ করেছে। তাই আমাদের এলাকাবাসীর দাবী এই প্রধান শিক্ষক আবুল কালাম আজাদকে প্রত্যাহার করে বিদ্যালয়কে রক্ষা করতে হবে। শিক্ষার মান ফিরিয়ে আনতে হবে।

এ বিষয়ে জেলা সহকারি শিক্ষা অফিসার মনিরুজ্জামান মিয়া বলেন, সারা জেলায় একই অবস্থা, আমরা তদন্ত করছি। তদন্ত করে যদি প্রমাণ পাওয়া যায় তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে আনুহলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

- Advertisment -

সর্বশেষ সংবাদ