31 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

বন্যাকবলিত এলাকায় ত্রাণ নিয়ে সরকারি সা’দত কলেজ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজ ত্রাণ নিয়ে বন্যায় কবলিত মানুষের কাছে নিয়ে যাচ্ছে।

শুক্রবার সকাল ১১ টার দিকে সরকারি সা’দত কলেজ থেকে তারা ঢাকা টিএসসির উদ্দেশ্য রওনা হন। এরপর বিকাল ৪ টায় সময় তারা টিএসসিতে উপহার সামগ্রী বুঝিয়ে দেন।

সরকারি সা’দত কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন,ফায়জুর রহমান শাকিল, সুমাইয়া আক্তার, শাম্মী আক্তর , মার্জিয়া আক্তার,নাসির,মোরসালিন ও সাব্বির হোসেন জানায়, ভারত থেকে আসা উজানের নদীগুলোর বাঁধ খুলে দেয়ায় নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, সিলেট, খাগড়াছড়িসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি জেলা পাহাড়ি ঢল ও বন্যার কবলে পড়েছে। একইসঙ্গে, দেশের উত্তরাঞ্চলেও বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজের পক্ষ থেকে ত্রাণ বিতরণ কর্মসূচি করার উদ্যোগ নেই। যার ধারাবাহিকতায় আমরা সা’দত কলেজ ত্রান নিয়ে ঢাকায় টিএসসিতে উপহার হিসাবে পৌঁছাইয়ে দিব।

আজকে বাসে করে বন্যা কবলিত মানুষদের কাছে ত্রাণ পৌঁছে দেয়ার জন্য চাল, ডাল, পানি, স্যালাইন, ন্যাপকিন, শুকনো খাবার, চিরা-মুড়ি, চিনি, তেলসহ বিভিন্ন ধরনের ওষুধপত্র নিয়ে রওনা হলাম।

এসময় তারা আরও বলেন, বন্যার পানি অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।

টাঙ্গাইল /২৫-০৮-২৪

- Advertisment -

সর্বশেষ সংবাদ