31 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

বন্যার্তদের পাশে চিত্রনায়ক অভি ও প্রাণের মাদারীপুর

বাংলা চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক অনিক রহমান অভি। ভয়াবহ বন্যায় ফেনী, নোয়াখালীসহ ১০টির মতো জেলায় লাখ লাখ মানুষ পানি বন্দি। ঠিকমতো খাবার পাচ্ছে না। সীমাহীন কষ্টে দিন কাটানো এসব বানভাসি মানুষের পাশে দাঁড়াতে ‘প্রাণের মাদারীপুর’ নামক একটি সেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে এগিয়ে এসেছেন এই চিত্রনায়ক, করছেন ফান্ড কালেকশন।

অভি জানান, বন্যার্তদের মাঝে সাংগঠনিক ও ব্যক্তিগত ভাবে অনেকেই এগিয়ে আসছে, হয়তো আরো কিছুদিন মানুষ তাদের পাশে থাকবে। কিন্তু বন্যা চলে যাওয়ার পর বন্যার্তরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত থাকে, তখনও আমরা তাদের পাশে দাঁড়াতে চাই, তাই আমরা প্রাণের মাদারীপুর থেকে চেষ্টা করছি ভালো একটা ফাণ্ড গঠন করে বন্যায় ক্ষতিগ্রস্তদের কাছে যেতে।

উল্লেখ্য, চিত্রনায়ক অনিক রহমান অভির বড়পর্দায় অভিষেক হয় মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘আগে যদি জানতাম তুই হবি পর’ চলচ্চিত্রের মাধ্যমে। এরপর শাহীন সুমনের সেদিন বৃষ্টি ছিলো, মোহাম্মদ আসলামের ভালোবাসা ডটকম সহ বেশকিছু সিনেমা মুক্তি পেয়েছে।

- Advertisment -

সর্বশেষ সংবাদ