31 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

নারী এশিয়া কাপে ফাইনালে ওঠার লড়াই, ব্যাটিংয়ে বাংলাদেশ

নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। শুক্রবার (২৬ জুলাই) শ্রীলঙ্কার ডাম্বুলায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হারে টাইগ্রেসরা। তবে নিজদের দ্বিতীয় ম্যাচেই জয়ের দেখা পায় বাংলাদেশ। থাইল্যান্ডকে ৭ উইকেটে হারায় জ্যোতির দল। এরপর মালয়েশিয়ার বিপক্ষে ১১৪ রানের বিশাল জয়ে শেষ চার নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনধিরা।
ভারতের বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। গত ম্যাচে না খেলা মারুফা আক্তার ফিরেছেন একাদশে। এই পেসারকে জায়গা করে দিতে একাদশ থেকে বাদ পড়েছেন সাবিকুন্নাহার জেসমিন।

বাংলাদেশ একাদশ: দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, নিগার সুলতানা (অধিনায়ক), রুমানা আহমেদ, ইসমা তানজিম, রিতু মণি, রাবেয়া খান, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, জাহানারা আলম, মারুফা আক্তার।

- Advertisment -

সর্বশেষ সংবাদ