31 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

মোহনপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

নুর আলম, টাঙ্গাইল,গোপালপুর  প্রতিনিধ ঃ
টাঙ্গাইলের গোপালপুরের মোহনপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ২০২৪ ইং সনের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের প্রথম মিটিং ও পরিচিতিসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ জুন) সকালে মোহনপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস রুমে এ মতবিনিময় ও পরিচিতি সভায় নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মোঃ আশরাফুজ্জামান এর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক তোজাম্মেল হক তুলা এর সঞ্চালনায় স্কুলের পক্ষ থেকে সভাপতি সহ  নবনির্বাচিত সদস্যবৃন্দদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি অত্র বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে যথাক্রমে মনিরুল ইসলাম, আমান আলী, খালেক খান, ডাঃ মিন্টু চন্দ্র সরকার নির্বাচিত হন।

পরে সভাপতি নির্বাচন নিয়ে স্থানীয় জটিলতার সৃষ্টি হয়। পরে কমিটি পূর্ণাঙ্গ না হওয়ায় নির্বাচিত প্রতিনিধিগণ লিখিত বক্তব্য জেলা শিক্ষা অফিসারের বরাবর প্রেরণ করেন। পরবর্তীতে আবারও বোর্ডের চেয়ারম্যান বরাবর একটি লিখিত আবেদন প্রেরণ করেন। তারপরি প্রেক্ষিতে দাখিলকৃত ননথিপত্র নিয়ে বাদী হাইকোর্ট রিট করেন। রিট পিটিশন করার কারণে মাননীয় হাইকোর্ট বোর্ডকে কমিটি প্রদান করার জন্য নির্দেশনা প্রদান করেন।

হাইকোর্টের রায় অনুযায়ী উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির নির্বাচন সংক্রান্ত কাগজপত্র যথাযথভাবে পাওয়া গেছে বিদায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে নিম্নলিখিত ব্যক্তি বর্গের সমন্বয়ে গঠিত ম্যানেজিং কমিটি অনুমোদন দেন  বিদ্যালয়ের পরিদর্শক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। 

এতে করে টানা (০৯) বারের মতো এবারও সভাপতি নির্বাচনীত হয়েছেন আলহাজ্ব মোহাম্মদ আশরাফুজ্জামা,সাধারণ শিক্ষক সদস্য নির্বাচিত হয়েছেন, মোস্তফা কামাল, শরাফ উদ্দিন।

সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য, ফাতেমা তুজ জোহরা,

সদস্য নির্বাচিত হয়েছেন, আমান আলী, খালেক খান, মিন্টু চন্দ্র সরকার, মনিরুল ইসলাম এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হলেন, ফাতেমা আক্তার।

- Advertisment -

সর্বশেষ সংবাদ