31 C
Dhaka
বৃহস্পতিবার, মে ২, ২০২৪

মধুপুরে অবৈধভাবে মাটিকাটার অপরাধে ১লক্ষ টাকা জরিমানা

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে অবৈধভাবে পাহাড়ী মাটি ও ফসলি মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ২জনকে ১লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার আলোকদিয়া ইউনিয়নের রক্তিপাড়া গ্রামে অবৈধভাবে পাহাড়ি লাল মাটি কেটে বিক্রির দায়ে ১জনকে ৫০হাজার টাকা এবং মধুপুর পৌরসভাধীন ওলিপুর গ্রামে ফসলি জমির মাটি কেটে বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মোঃ জুবায়ের হোসেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাকির হোসাইন।
অবৈধভাবে পাহাড় ও মাটি কাটা রোধকল্পে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন।
এ অভিযানে সহযোগিতা করেন মধুপুর থানা পুলিশ।

- Advertisment -

সর্বশেষ সংবাদ