31 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

মিরসরাইয়ে এসএসসি ‘৯৭ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতাঃ
‘সৌহার্দ ভ্রাতৃত্ব, বন্ধুত্বে জাগ্রত’ এই স্লোগানে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি’৯৭ ব্যাচে উত্তীর্ণদের মিলনমেলা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) দিনব্যাপী এসএসসি ৯৭ ব্যাচের মিলনমেলা ২০২৪ উদযাপন পর্ষদের আয়োজনে আরশিনগর ফিউচার পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক সাবেক শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

বিশেষ আয়োজন হিসেবে বেলুন ফোটানো, ঝুড়িতে বল নিক্ষেপ, র‌্যাফেল ড্র ও সৌজন্য পুরস্কারের আয়োজন করা হয়।

মিলনমেলা ২০২৪ উদযাপন পরিষদের আয়োজকরা জানান, এ দিনটিকে পালন করতে নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বন্ধু ও তাদের পারিবারিক উপস্থিতি অনুষ্ঠানকে অনেক বেশি প্রাণবন্ত করেছে। কর্মব্যস্ততার কারণে সবাই বিভিন্ন জায়গায় থাকে, আজকের এমন একটি অনুষ্ঠানের মাধ্যমে সবাই এক হতে পেরে খুব ভালো লাগছে।

দিনব্যাপী এই আয়োজনে সঞ্চালনা করেন, সমন্বয়কারী মুহাম্মদ দিদারুল আলম, সাংবাদিক এনায়েত হোসেন মিঠু ও ফজলুল মুরাদ।



এছাড়া সমন্বয়কারী মো. শাহাদাৎ হোসেন, শরফুদ্দীন, মঞ্জুরুল হক, কবির হোসেন, সালাহ উদ্দিন সোহেল, সাইদুল হক সুমন, মাহিন চৌধুরী, কিশোর চক্রবর্তী, আবু সাঈদ মাহমুদ রনি, শাখাওয়াত হোসেন শামীমসহ বিভিন্ন জায়গায় অবস্থানরত তিন শতাধিক সাবেক শিক্ষার্থী এ মিলনমেলায় অংশগ্রহণ করেছেন।
জীবন জীবিকার তাগিদে এবং পেশাগত কারণে দূরত্ব থাকলেও এদিন অনুষ্ঠানের মাধ্যমে একত্রিত হয়েছেন বন্ধুরা। স্কুল জীবনের বন্ধুদেরকে পেয়ে সেলফি তোলা, ছোট ছোট গ্রুপে আড্ডা, প্রত্যেক স্কুলের বন্ধুরা মিলে কেক কেটে উদযাপন, আনন্দ ও উল্লাসে মেতে ওঠেন সবাই। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল বিভিন্ন ধরনের খেলাধুলা, স্মৃতিচারণ, স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিকে দিনব্যাপী এই আয়োজনে যোগ দেন মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এনায়েত হোসেন নয়ন, ফেরদৌস হোসেন আরিফ, উত্তম কুমার শর্মা, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এসএসসি ৯৭ ব্যাচের বন্ধু সাইফুল ইসলাম, শেখ সেলিম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইসমত আরা ফেন্সী।

- Advertisment -

সর্বশেষ সংবাদ