31 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

সাতক্ষীরায় নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে বাঙালী জাতির পুরাতন ইতিহাস ও লোকজ ঐতিহ্য বহনকারি সাংস্কৃতিক উৎসব পহেলা বৈশাখ।

আজ রোববার সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সঙ্গীতের মাধ্যমে দিবসটির শুভ সুচনা করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী মঙ্গল শোভাযাত্রা বের হয়।

জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ূন কবিরের নেতৃত্বে বৈশাখী মঙ্গল শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা সভায় মিলিত হয়।

এ শোভাযাত্রা বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বাঙালীয়ানা সাজ ও হারিয়ে যাওয়া গ্রামীণ লোকজ ঐতিহ্য নিয়ে বিভিন্ন সংগঠন অংশ নেয়। এছাড়া দিবসটি উপলক্ষে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বাঙালী জাতির পুরাতন ইতিহাস ও লোকজ ঐতিহ্য নিয়ে বিভিন্ন স্টলের মাধ্যমে ৩দিন ব্যাপি সাংস্কৃতিক উৎসব বৈশাখ মেলা শুরু হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি: মোঃ কামাল উদ্দীন
১৪,০৪,২৪

- Advertisment -

সর্বশেষ সংবাদ