31 C
Dhaka
বৃহস্পতিবার, মে ৯, ২০২৪

মহিপুরে ওয়াশ অ্যাডুকেশন ক্যাম্পেইন ও হ্যান্ডওয়াশ বিতরণ

মাইনুদ্দিন আল আতিক, বিশেষ প্রতিবেদকঃ পটুয়াখালীর মহিপুরে “বসত বাড়ি ও চারপাশ পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” –এই প্রতিপাদ্যকে সামনে রেখে গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি) কলাপাড়া সিডিপি’র উদ্যোগে ওয়াশ অ্যাডুকেশন বিষয়ক ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ১১ টার দিকে সিডিপি অফিস সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এ সভায় সিডিপি ম্যানেজার পলাশ রনি মণ্ডলের সভাপতিত্বে ও হেলথ অফিসার পঙ্কজ কুমার বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোঃ জিহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন মহিপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম সেলিম। এছাড়াও সিডিপি’র কর্মকর্তা ও ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা পরিবেশকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখা ও নানাবিধ রোগবালাই থেকে বেঁচে থাকার উপায় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছাড়া পরিস্কার-পরিচ্ছন্ন থাকার নানান উপায় সম্পর্কেও আলোচনা করেন তারা। আলোচনা সভা শেষে জিএনবি’র আইডিভুক্ত ও আইডি বহির্ভূত মোট ১৫০ দরিদ্র পরিবারের শিশুদের মাঝে ১ পিস করে হ্যান্ডওয়াশ ও পরিষ্কার পরিচ্ছন্নতার প্রচারণার লক্ষ্যে ১ টি করে টি-শার্ট বিতরণ করা হয়।

- Advertisment -

সর্বশেষ সংবাদ