31 C
Dhaka
বৃহস্পতিবার, মে ৯, ২০২৪

সাভার সদরে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্ম বার্ষিকী পালন

খলিল

ঢাকার উপকন্ঠে সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে ।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ ই মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন । এ উপলক্ষে ১৭ ই মার্চ রবিবার সকালে সাভার সদর ইউনিয়ন পরিষদে এক  আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও  অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ সোহেল রানা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বঙ্গবন্ধুর কোন তুলনা হয় না, আমার মত এত ক্ষুদ্র মানুষ উনার সম্পর্কে কথা বলার মত যোগ্যতা অর্জন করি নাই,বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি । আজকের এই দিনে আমি বঙ্গবন্ধু সহ উনার পরিবারের সকলের জন্য দোয়া চাই। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সাভার সদর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মোহসিন মিঞা। এ সময় আরও উপস্থিত ছিলেন সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সেলিম আহমেদ, সাভার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম,আওয়ামী লীগ নেতা মোঃ কামাল, সাভার ইউনিয়ন পরিষদের  সদস্য সহ আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

- Advertisment -

সর্বশেষ সংবাদ