31 C
Dhaka
বৃহস্পতিবার, মে ৯, ২০২৪

বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাত থেকে এবার সাহিত্য সম্মাননা গ্রহণ করেছেন কবি ও সাংবাদিক মনি

স্টাফ রিপোর্টার:- ঢাকায় আন্তর্জাতিক শুদ্ধ সাহিত্যচর্চা পরিষদের উদ্যােগে গত ২৩ ফেব্রুয়ারি রোজ শুক্রবার সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে সাহিত্যে বিশেষ অবদানের জন্য জাঁকজমকপূর্ণ ও গুণীদের নিয়ে অনুষ্ঠানের মাধ্যমে গুণী কবিদের কে সাহিত্য সম্মাননা প্রদান করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাহিত্যানুরাগী,বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম মুজিবুর রহমান,প্রধান আলোচক কবি,গবেষক, মহাজন সাধক গীতিকার, সুরকার ও ভাষাবিদ মাহমুদুল হাসান নিজামী সহ স্বদেশ ও ভারতের কবি লেখক ও গুণীজন।উক্ত সাহিত্য সম্মাননায় তালিকা ভুক্ত হলেন দৈনিক আলোকিত বাংলাদেশ নিউজটিভি’র সম্পাদক ও প্রকাশক, ডেইলী মর্নিং গ্লোরীর হবিগঞ্জ প্রতিনিধি, নবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরজুন আক্তার মনি।সে সাহিত্য সম্মাননা ২০২৩ ভূষিত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান রত শুভাকাঙ্ক্ষীদের আনন্দে ভাসিয়ে দিয়ে আবারও সাহিত্য সম্মাননায় ভূষিত হয়েছেন।তাঁর কবিতা বাংলাদেশ ছাড়াও উন্নত দেশ সহ বিশ্বের ১০ টি দেশে বসবাস রত শুভাকাঙ্ক্ষীরা পড়েছেন,এমনকি বাংলাদেশের গুণীজন সহ প্রতিটি বিভাগের শুভাকাঙ্ক্ষীরাও কবিতা পড়ে অনুতপ্ত হয়েছেন।তাঁর কবিতা আন্তর্জাতিক শুদ্ধ সাহিত্যচর্চা পরিষদের স্বর্ণপদক প্রাপ্ত প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও লেখিকা রাহেলা আক্তারের দৃষ্টিকাড়ে।তিঁনি মনি কে সাহিত্য সম্মাননার তালিকা ভুক্ত করেন।সে উক্ত অনুষ্ঠান থেকে বিশিষ্ট সাহিত্যানুরাগী বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাত থেকে গ্রহণ করেছেন সাহিত্য সম্মাননা।তাঁর এ সম্মাননা অলংকৃত করেছে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান রত শুভাকাঙ্ক্ষীদের।
সাহসী কলম যোদ্ধা মনি সাংবাদিকতায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।এমনকি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটুক্তি ও অসম্মানের প্রতিবাদ করে বারবার জেল-জুলুম ও হামলায় শিকার হয়েছেন।তিনি খুব সহজ সরল জীবন যাপান করেন।অপ্রাপ্তিগত কোনো হতাশা মনি’র মধ্যে নেই,আবার বিশাল প্রাপ্তির পেছনে ছুটার জন্য আপোষও করেন না।সে সৎ,স্বচ্ছ,দেশপ্রেম বোধ ও
অসাম্প্রদায়িকতার সাংবাদিকতার একজন আদর্শ নারী হিসাবে অন্যায়ের নিকট কখনও মাথানিচু করেন না।শুভাকাঙ্ক্ষীরা তার গুণগুলোকে অনুসরণ করে দীর্ঘায়ু কামনা করেন।

- Advertisment -

সর্বশেষ সংবাদ