31 C
Dhaka
বৃহস্পতিবার, মে ৯, ২০২৪

বিএনপি নেতারা নিজেদের মুখ রক্ষায় অসংলগ্ন কথা বলছেন: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির নির্বাচনবিরোধী ষড়যন্ত্র ব্যর্থ হওয়া ও সারাবিশ্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করায় বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম, আমীর খসরু সাহেবরা নিজেদের মুখ রক্ষার জন্য এখন অসংলগ্ন কথা বলছেন।
মঙ্গলবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বিবার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে–এমন মন্তব্য ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচন বর্জন করে বিএনপির নেতারা এখন কর্মীদের কাছে প্রশ্নবিদ্ধ, তোপের মুখে। আর বর্তমান আওয়ামী লীগ সরকার বিগত যে কোনো সরকারের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ‘যারা নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র করেছিল, নির্বাচন বানচাল করতে চেয়েছিল তারা এখন চুপসে গেছে, তাদের চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, এখন কি করবে দিশা পাচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘বিএনপির উচিত সন্ত্রাসী অপতৎপরতা ও সবকিছুতে না বলার অপসংস্কৃতি থেকে বেরিয়ে এসে নিয়মতান্ত্রিক রাজনীতি চর্চা করা।’
সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, ‘সাংবাদিকরা সমাজের তৃতীয় নয়ন খুলে দেয়। কর্তৃপক্ষের দৃষ্টি যেখানে পৌঁছায় না, তারা সেখানে আলো ফেলে। সাংবাদিকদের সাথে আমার দীর্ঘদিনের ঘর-সংসার, আমি সাংবাদিকদের সাথে ছিলাম, আছি, থাকবো।’
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। সম্মেলনে আরও বক্তব্য রাখেন উদ্বোধনী বক্তা প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এবং বিএফইউজে সভাপতি ওমর ফারুক, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিব শেখ মামুনুর রশীদ প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে সংগঠনের কর্ম অধিবেশন অনুষ্ঠিত হয়। বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে অধিবেশনে সাধারণ সম্পাদক আকতার হোসেন ও কোষাধ্যক্ষ আশরাফুল ইসলামের প্রতিবেদন অনুমোদন করেন সদস্যরা। প্রয়াত সদস্যদের শোক প্রস্তাব উপস্থাপন করেন ডিইউজে’র যুগ্ম সম্পাদক খায়রুল আলম। আরও বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, জ্যেষ্ঠ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা তরুণ তপন চক্রবর্তী প্রমুখ।

- Advertisment -

সর্বশেষ সংবাদ