31 C
Dhaka
শুক্রবার, মে ১০, ২০২৪

‘ঈগল’ প্রতীক নিয়ে লড়াই করবেন সাবেক সাংসদ আমানুর রহমান খান রানা

এস.এন খান রানা,ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ঈগল প্রতীক নিয়ে লড়াই করবেন সাবেক দুইবারের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা।

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে প্রতীক বরাদ্দের খবরটি নিশ্চিত করেছেন এই সাবেক সাংসদ আমানুর রহমান খান রানা’র এপিএস আসিফ সিদ্দিকী।তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণের জন্য ঈগল প্রতীক বরাদ্দ পেয়েছেন তিনি।

আমানুর রহমান খান রানা বলেন, “আমার মার্কা ঈগল। ইনশাআল্লাহ জিতেই ঘরে ফিরব।”

নির্বাচনের প্রচার-প্রচারণায় সোমবার থেকেই নেমে পড়েছেন প্রার্থীরা। এদিন সারা দেশের রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন। প্রতীক নেওয়ার পর থেকেই ভোটের মাঠে পুরোদমে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। তবে সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে।

নির্বাচনী মাঠ ছেড়ে যাবেন কিনা এমন প্রশ্নে আমানুর রহমান রানা বলেন, “নির্বাচনের মাঠ ছেড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই,আমার ভোট নিয়ে যাবে গা এমন শক্তি কারোই নেই ইনশাআল্লাহ্। নির্বাচন পর্যন্ত যদি বেঁচে থাকি, যুদ্ধটা আমি শেষ করব। আমার নির্বাচনী প্রস্তুতি সবচেয়ে ভালো চলছে।আমরা রাজনৈতিক পরিবারের সন্তান,আমি দুইবারের এমপি,আমার বাবা বর্তমান এমপি আছেন,দাদা-চাচাও এমপি ছিলেন।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনে জনগনের মনোনীত স্বতন্ত্র প্রার্থী হয়েছেন দুই-দুইবারের সফল সাংসদ আমানুর রহমান খান রানা। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। জনগনের অধিকার আদায়ে দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন তিনি।

- Advertisment -

সর্বশেষ সংবাদ