31 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি দিপু সরকার গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদকঃ
টাঙ্গাইলের ঘাটাইলের ধলাপাড়া ইউনিয়নের গাংগাইর গ্রামের দিপু সরকার ঢাকার রামপুরায় দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন।
দিপু সরকারের ঢাকা জজ কোর্টের আইনজীবী এড.নুরুজ্জামান বলেন,গত ১৩ তারিখে ঢাকার রামপুরা থেকে রামপুরা থানা পুলিশ দিপু সরকারকে আটক করে।পরে গতকাল ১৫ নভেম্বর কোর্টে প্রেরণ করে ৫ দিনের রিমান্ড আবেদন করলে ১ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রামপুরা থানায় নভেম্বর মাসের নাশকতার ১ নং মামলা তার নামে দেওয়া হয়।
এসময় তার নিকট আত্নীয় জানায়,দিপু সরকার রাজপথে ছিলো। বিএনপির একদফা আন্দোলন বাস্তবায়ন করার জন্য রাজপথে ছিলেন। সেখান থেকে তাকে আটক করা হয়।বিনা দোষে তাকে আটক করা হয়েছে। দিপু সরকারের মুক্তি চাই। দিপু সরকার ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের গাংগাইর গ্রামের মরহুম সাত্তার হাজির সন্তান। তিনি ১৯৮৭/৮৮সালে ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনীতি শুরু করেন, যুক্ত ছিলেন নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে।
- Advertisment -

সর্বশেষ সংবাদ