31 C
Dhaka
বুধবার, মে ৮, ২০২৪

মাভাবিপ্রবির সহকারী অধ্যাপক ড. আশেকুল ইন্দোনেশিয়ায় শিক্ষকতার সুযোগ পেলেন

সহদেব তাম্বুলী,মাভাবিপ্রবি প্রতিনিধি : টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. আশেকুল ইসলাম ইন্দোনেশিয়ার প্যাডাং স্টেট ইউনিভার্সিটির একজন বিদেশী ফ্যাকাল্টি প্রফেসর হিসেবে নিয়োগ পেয়েছেন।

ইন্দোনেশিয়ার প্যাডাং স্টেট ইউনিভার্সিটিতে তিনি গণিত ও প্রাকৃতিক বিজ্ঞান অনুষদের (Mathematics and Natural Science) রসায়ন বিভাগের অধীনে বায়োকেমিস্ট্রি মেটাবোলিজম (Biochemistry metabolism) কোর্সটি পড়াবেন।

বিদেশী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ পেয়ে ড. আশেকুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় এমন একটি ক্ষেত্ৰ যেখানে সারা বিশ্বের শিক্ষা ও গবেষণা নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। যেহেতু ইন্দোনেশিয়ার প্যাডাং স্টেট ইউনিভার্সিটির একজন বিদেশী ফ্যাকাল্টি প্রফেসর হিসেবে আমি নিয়োগ পেয়েছি, আমাদের বিশ্ববিদ্যালয়ের সাথে প্যাডাং স্টেট বিশ্ববিদ্যালয়ের সহিত একটা যোগাযোগ স্থাপন হচ্ছে। আমাদের শিক্ষার্থীদের সাথে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা বিষয়ে জ্ঞান আদান প্রদানের সুযোগ সৃষ্টি হবে বলে আমি আশা করি , মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি বিদেশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ পেয়ে আমি গর্বিত বোধ করছি। প্রাথমিকভাবে আমি অনলাইনে বিদেশী শিক্ষার্থীদের ক্লাস নেওয়া শুরু করবো, পরবর্তীতে কিছু ক্লাস সরাসরি নেওয়ার চেস্টা করবো। আমাদের বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের সুনাম ধরে রাখতে আমি সর্বাত্মক চেষ্টা করে যাবো।

ড. আশেকুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি জাপানের মনবুশো বৃত্তি নিয়ে কানাজায়া বিশ্ববিদ্যালয়ের Vaccinology and Applied Immunology বিভাগ হতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি চেক প্রজাতন্ত্রের Biology Center থেকে পোস্টডক্টরাল গবেষণা (Postdoctoral) সম্পন্ন করেনl বর্তমানে তিনি শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন গবেষণা করে যাচ্ছেন।

সহদেব/জুয়েল হিমু/ডেস্ক

- Advertisment -

সর্বশেষ সংবাদ