31 C
Dhaka
বৃহস্পতিবার, মে ৯, ২০২৪

ঘাটাইলে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন লক্ষ্যে অভিভাবক সমাবেশ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী উচ্চ বিদ্যালয়ের নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) উপজেলার সাগরদিঘী উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. এসকান্দর হক।
সভাপতি আলহাজ্ব মো. এসকান্দর হক বলেন, এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। প্রতিটি শিক্ষার্থীর মা যদি তাদের সন্তানের প্রতি সচেতন হন তবে ওই সন্তানের অবশ্যই ভালো রেজাল্ট হবে। সেইসাথে মাঝে মাঝে বিদ্যালয়ে এসে সন্তানের খোঁজ-খবর নিলে তারা লেখাপড়ায় ফাঁকি দিতে পারবে না। প্রতিটি শিক্ষার্থীর দিকে বিশেষ নজর দিতে হবে। যে শিক্ষার্থী যে বিষয়ে দূর্বল তাকে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে অনুশিলন করতে হবে। এতে বিদ্যালয়ের সুনাম ও মান বৃদ্ধি পাবে। এজন্য শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ে ৩ মাস অন্তর অন্তর এ ধরণের অভিভাবক সমাবেশ করতে হবে। এতে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে।
এ সময় আরও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রহমউল্লাহ বিএসসি, অভিভাবক সদস্য শামীম আল মামুন, নজরুল ইসলাম ও সেন্টু মিয়া।
এ সময় শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় দুইশতাধিক অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎসাহী সদস্য চাঁন মাহমুদ, লক্ষিন্দর ইউপি সংরক্ষিত মহিলা আসনের সদস্য আশেয়া খাতুন, ছাত্রলীগ নেতা মো. সানোয়ার সিকদার, হাসানুর রহমান মাসুম, হাসিবুল হৃদয় প্রমূখ।

শফিকুল ইসলাম
প্রতিনিধি, ঘাটাইল/টাঙ্গাইল
মোবাইল- ০১৬১১৯২৯১৭৬
তারিখ- ৩১.১০.২৩

- Advertisment -

সর্বশেষ সংবাদ