31 C
Dhaka
বুধবার, মে ৮, ২০২৪

ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: উদ্ধারকাজে অংশ নিয়েছে র‌্যাব

মোঃ সজল আহমেদ. নাসিরনগর ব্রাক্ষণবাড়িয়া
প্রকাশ: ২৩ অক্টোবর ২৩ । ১৭:২৫ | আপডেট: ২৩ অক্টোবর
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রেনের বগি- সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে এ সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এই দুর্ঘটনায় উদ্ধারকাজে অংশ নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সমকালকে এ তথ্য জানিয়েছেন।

এ দিকে প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ভৈরব স্টেশন থেকে ছেড়ে যাওয়ার মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এগারসিন্দুর বেশ কয়েকটি বগি দুমড়েমুচড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, উল্টে যাওয়া বগির নিচে অনেক যাত্রী চাপা পড়েছে। এ ছাড়া রেললাইনের ওপর অনেকের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

- Advertisment -

সর্বশেষ সংবাদ