31 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

কাশিপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র স্থাপনের দাবি এলাকাবাসীর

অভিশেখ চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি:

স্বাধীনতার পরবর্তী সময় থেকে ঠাকুরগাঁও জেলাধীন রাণীশংকৈল উপজেলার অধীনে উত্তর অঞ্চলের একটি মনোরম পরিবেশে অবস্থিত জনপদ বৃহত্তর ধর্মগড় ইউনিয়ন পরিষদের সাথে যুক্ত ছিল বর্তমান কাশিপুর ইউনিয়ন। পরবর্তীতে ১৯৯১ সালে সরকারের স্থানীয় সরকার বিভাগের গেজেট মুলে বৃহত্তর ধর্মগড় ইউনিয়ন বিভাজন হয়ে ২টি ইউনিয়ন পরিষদ গঠিত হয়, যা বর্তমানে ১নং ধর্মগড় ইউনিয়ন ও ৬ নং কাশিপুর ইউনিয়ন নামে পরিচিত। এই দুই ইউনিয়নের সীমানা ঘেঁষে রয়েছে তীরনই ও নাগর নদীর মোহনা, যেটি ইন্ডিয়া ও বাংলাদশের সীমানা নির্ধারণের মধ্যবর্তী স্থানে রয়েছে। সরকার কর্তৃক ১৯৯১ সালে ১ নং ধর্মগড় ইউনিয়নকে বিভক্ত করে ৬ নং কাশিপুর ইউনিয়ন গঠন করলেও ৬ নং কাশিপুর ইউনিয়নে “ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র” প্রতিষ্ঠা করা হয় নাই। জানা যায় যে, ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ৬ নং কাশিপুর ইউনিয়নে লোক সংখ্যা ২৩,৩৪৫ জন (প্রায়)। এই ইউনিয়নে পিছিয়ে পড়া অনগ্রসর জনগোষ্ঠির চিকিৎসা সেবা প্রদানের জন্য “ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র” প্রতিষ্ঠিত না হওয়ায় অত্র ইউনিয়নের গরিব, অসহায়, দুঃস্থ, বয়স্ক ও প্রসূতি মহিলাগণ নাগরিক হিসেবে নূন্যতম স্বাস্থ্য সেবা গ্রহণের সুযোগ পাচ্ছে না। অপরদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২০ কিমি: ও ঠাকুরগাঁও জেলা সদর হসপিটাল ৫০ কিমি: দুরে হওয়ায় অনেক রোগীরাই সমস্যার সম্মুখীন হচ্ছেন। সর্বসাধারণ দীর্ঘদিন ধরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র স্থাপনের জন্য দাবি করে আসলেও অদ্যাবধি কোন ধরনের ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়নি। কাশিপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র স্থাপন এখন সময়ের দাবী।

- Advertisment -

সর্বশেষ সংবাদ