31 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

ঢাকায় ২৭ জুলাই মহাসমাবেশের ঘোষণা বিএনপির

 

জুয়েল রানা,স্টাফ রিপোর্টার: সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে ২৭ জুলাই রাজধানী ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত তারুণ্যের সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

এ সময় মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহার, খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তি, সরকারের পদত্যাগ, বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি, নির্বাচন কমিশন পুনর্গঠন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন ব্যবস্থাসহ বিভিন্ন দাবির কথা তুলে ধরেন মির্জা ফখরুল।

এর আগে রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে আসা বিপুল নেতা-কর্মীর উপস্থিতিতে শনিবার বেলা সাড়ে তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তারুণ্যের সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

বিএনপির ভাষ্য, ভোটাধিকার পুনরুদ্ধার, বাকস্বাধীনতা, নিরপেক্ষ বিচারব্যবস্থা ও মেধাভিত্তিক কর্মসংস্থানের দাবিতে এ সমাবেশের আয়োজন করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

সমাবেশ পরিচালনা করছেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

সমাবেশে ফখরুল বলেন, ‘আজ যদি নির্বাচন হয়, তারা ১০টার বেশি আসন পাবে না। এ সরকার অলিখিত একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছে। বাকশাল চালু করেছে। এ সরকার গণতন্ত্রবিরোধী।’

তিনি আরও বলেন, ‘আমাদের সংবিধানে ছিল, নিরপেক্ষ, তত্বাবধায়ক সরকারের অধীনে ভোট হতে হবে। নির্দলীয় সরকার থাকতে হবে।’

- Advertisment -

সর্বশেষ সংবাদ