গুলশান শুটিং ক্লাবে আয়োজিত হল জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশ উদ্যোক্তা সামিট এবং তরুণ উদ্যোক্তা সম্মাননা ২০২২।তরুণদেরকে বাণিজ্যিক উদ্যোগ গ্রহণে উৎসাহিত করার লক্ষ্য নিয়েই জেসিআই বাংলাদেশ এই সম্মাননা অনুষ্ঠান আয়োজন করে।যেখানে তরুন উদ্যোক্তা
সোহেল আহমেদ সহ উল্লেখযোগ্য উদ্যোক্তাদেরকে তাঁদের কাজ ও অসামান্য সাফল্যের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা পুরষ্কার দেওয়া হয়। এর পাশাপাশি একই ভেন্যুতে জেসিআই বাংলাদেশের উদ্যোগে দেশের উল্লেখযোগ্য বেশ কিছু স্টার্টআপের প্রদর্শনী অনুষ্ঠিত হয়,যেখানেও সোহেল আহমেদের প্রতিষ্ঠান
বিডি প্যাকেজিং ইন্ডাস্ট্রিস অংশগ্রহণ করে।
এই সস্মাননা সম্পর্কে সোহেল আহমেদ বলেন, “স্বীকৃতি মানেই হচ্ছে পরিশ্রম ও কাজের মুল্যায়ন যা সবসময়ই আনন্দের।এই ধরনের প্রাপ্তি আমাকে সামনে আরো ভালো কাজ করার স্পৃহা দিবে।” এ সময় তিনি জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট জনাব নিয়াজ মোর্শেদ এলিট সহ সংশ্লিট সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তানভীর এ মিশুক, প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক, নগদ লিমিটেড।উল্লেখ, সোহেল আহমেদ একজন বিশিষ্ট ব্যবসায়ী।প্যাকেজিং ব্যবসার পাশাপাশি তিনি সক্রিয় ভাবে বিভিন্ন সমাজ উন্নয়নমুলক কর্মকান্ডের সাথেও জড়িত।