মধুপুর উপজেলার জলছত্র সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে ৩-১ গোলে সাধুপাড়া একাদশকে পরাজিত করে গেচুয়া একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। জলছত্র স্পোর্টিং ক্লাব আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলা রোববার বিকেলে জলছত্র ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
টুর্নামেন্ট কমিটির সভাপতি ও বেরীবাইদ ইউনিয়নের চেয়ারম্যান জুলহাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, সহসভাপতি ইয়াকুব আলী, ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, অরণখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম প্রমুখ।
আয়োজক কমিটির সদস্য ও ইউপি সদস্য তুষার রেমা জানান, গেচুয়া একাদশ ও সাধুপাড়া একাদশের মধ্যাকার উত্তেজনাপূর্ণ খেলা গোলশূন্য ড্র হলে ট্রাইবেকারে জয় পরাজয় নির্ধারিত হয়। এতে গেচুয়া একাদশ ৩টি ও সাধুপাড়া একাদশ ১ টি গোল করে।
পরে চ্যাম্পিয়ন দল গেচুয়া একাদশের হাতে মোটরসাইকেলের চাবি ও রানার আপ দলের হাতে ফ্রিজ তুলে দেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
খেলার প্রধান অতিথি কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, বাঙালীদের জনপ্রিয় খেলা ফুটবলের প্রতি ভালোবাসা প্রতিটি মানুষের। এই খেলার চর্চা অব্যাহত রাখলে তরুণ যুবকেরা বিপথগামীতা থেকে ফিরে আসবে। দেহ শরীর মন সবই ভালো থাকবে। দারুণ উপভোগ্য এই টুর্নামেন্টের আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।
জাহিদুল কবির
মধুপুর টাংগাইল প্রতিনিধি