31 C
Dhaka
বৃহস্পতিবার, মে ৯, ২০২৪

আদ্বদীন মাদার কেয়ারের উদ্যোগে বিদ্যালয় কিশোরীদের মাঝে ন্যাপকিন ডেমোনিস্টেশন

কিশোরগঞ্জ প্রতিনিধি

চৌদ্দশত উচ্চ বিদ্যালয়ে আদ্বদীন মাদার কেয়ার লিঃ আকিজ গ্রুপ কিশোরগন্জ রিজিয়নের উদ্যোগে ন্যাপকিন ডেমোনিস্টেশন
অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ মাজহারুল আলম ভূইয়ার সভাপতিত্বে প্রজনন স্বাস্থ্য ও বয়ঃসন্ধিক্ষনে কিশোরীদের সুরক্ষায় ন্যাপকিন ব্যবহার এর উপর বক্তব্য রাখেন সহকারী শিক্ষক বিলকিস বেগম,বিবি হাওয়া, জেনাস সালমা বেগম, নোমান বাদশা।
১২ সেপ্টেম্বর দুপুরে বিদ্যালয়ের দশম,নবম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী কিশোরীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় ন্যাপকিন ডেমোনিস্টেশন করেন আকিজ গ্রুপের পুলেরঘাট টেরিটোরি অফিসার মোঃআব্দুল লতিফ।
একই দিন ও সময়ে পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী আদর্শ ডিগ্রী কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে অনুরুপ কর্মসূচি বাস্তবায়ন করেন আকিজ গ্রুপের পাকুন্দিয়া টেরিটরি অফিস। হোসেন্দী আদর্শ ডিগ্রী কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মোঃ রকিব উদ্দিন মুসায়ের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেশনে পরামর্শ মূলক বক্তব্য রাখেন সহকারী প্রভাষক সানজিদা আক্তার।
সঞ্চালনা করেন আকিজ গ্রুপের পাকুন্দিয়া এরিয়া অফিসের সিনিয়র টেরিটরি অফিসার মোঃ আব্দুর রশিদ ।

শাহ সারওয়ার জাহান
কিশোরগঞ্জ প্রতিনিধি

- Advertisment -

সর্বশেষ সংবাদ