সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গালাচিপায় কেন্দ্রীয় শ্রী শ্রী কালিবাড়ি মন্দিরে সাত দিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান পালিত হচ্ছে। জগৎ জীবন সংসার সর্বগ্রাসী অধর্মের করালে নিস্পেষিত। সনাতন ধর্মের অমৃত কথা বিস্মৃত হয়ে অনাচার ও কুসংস্কারের আর্বতে, মানবক‚ল আজ অনিশ্চিত অন্ধকারের আছন্ন। মানবক‚লের পতন প্রবণ ও মানবতা উত্তরণে-প্রেমের মহিমায় দূত হয়ে আবির্ভ‚ত মহাবতারী শ্রী শ্রী ভগবান কৃষ্ণ, শ্বাশত বিশ্ব শান্তির মহামন্ত্র “হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে” এই বাণী চিরন্তন পূজনীয়। সেই মহা কৃষ্ণ নামের পূর্ণতা পাওয়ার আশায়, গলাচিপা কেন্দ্রীয় কালী মন্দির কমিটির আয়োজনে প্রতি বছরের ন্যায় বৃহস্পতিবার (৫ মে) থেকে বুধবার (১১ মে) ৭দিন ব্যাপী দিবারাত্র শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন জেলা থেকে ৯টি দল মন্দিরে অবিরাম মনোমুগ্ধ সুরে নাম কীর্ত্তন পরিবেশন করে চলছে। মন্দির কমিটির সভাপতি দিলীপ বণিক ও সাধারণ সম্পাদক তাপস দত্ত জানান, কীর্ত্তনের পূর্ব থেকে শ্রী ভাগবত পাঠ শীতলা মাতার পূজা, শ্রী কালি মাতার পূজা মহানাম যজ্ঞের অধিবাস ও মঙ্গল ঘট স্থাপনসহ হাজার হাজার সনাতন ধর্মালম্বী ভক্ত নারী পুরুষদের প্রসাদসহ খাবার পরিবেশনার আয়োজন রয়েছে। এছাড়া কীর্ত্তন অনুষ্ঠানে ব্যক্তিগত তহবিল থেকে প্রসাদসহ খাবার পরিবেশন করা হচ্ছে। কীর্ত্তন অনুষ্ঠানে সার্বিক সহযোগিতার জন্য প্রশাসন, পুলিশ ও মন্দির কমিটি ব্যবস্থা নিয়েছে। প্রতিদিন কালি বাড়ি ধর্মশালায় শত শত নারী পুরুষ ও বৃদ্ধরা হাজির হচ্ছে ভগবানের সান্নিধ্য পাবার আশায়।