31 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

ঠাকুরগাঁওয়ে বিশ্বকবি রবীঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মবার্ষিকী অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে গতকাল ৮ মে রাতে জেলা প্রশাসনের আয়োজনে জেলাস্কুল বড়মাঠ চত্বরে কবির স্মৃতিচারনে কবিতা আবৃতি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মামুন ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) মোছাঃ সুলতানা রাজিয়া, পৌর মেয়র আঞ্জুমান আরা বন্যা। সদর উপজেলা চেয়ারম্যান ও সদর আওয়ামী লীগ সভাপতি এ্যাড.অরুণাশু দত্ত টিটো, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামসুজ্জামান প্রমুখ।
এ ছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা, সামাজিক, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হুমায়ুন কবির
ঠাকুরগাঁও ০১৮২৩৩৪০০২২

- Advertisment -

সর্বশেষ সংবাদ