31 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

রাজকন্যা-সোহেলী মল্লিক

কোন এক কল্পালোকের রাজকন্যা-
নিখুঁত কারুকাজের অলংকরনে সজ্জিত দামিনী,
খোলা চুলে হারিয়ে যাবে নিশুতি রাতের পথ ভোলা কোন পথিক,
চিবুক উচুঁ করা চাহনীতে-
কুপকাত হবে বারো রাজ্যের রাজপুত্রের দল,
দৃষ্টি যেদিকে যায়-
রাজ্য প্রসারিত হয় দূর্নিবার গতিতে,
উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিমের ভূমির করুণ প্রার্থনায় থাকবে মালিকানা গ্রহনের আকুতি!
এক টুকরো হাসিতে বাতায়নে পাখিদের মুখরিত কলতান,
বাগীচায় হেসে ওঠা ফুলের উৎসব!
বিষাদময় মুখের ভারে কেঁপে উঠবে রাজ্যপাটাতন!
শিংগা ফুকিয়ে আসবে যুদ্ধের ডাক –
অশ্বারোহীর তীব্রতা ধুলো উড়িয়ে বিজয় নিশানা নিয়ে ছুটবে দিক-বিদীক,
সীলমোহর দেবে অনুমোদন মুক্তাখচিত মুকুটধারী সিংহাসনের-
চোখের এক পলকে রচিত হবে সৃষ্টি বনাম ধ্বংস!

২৬.৪.২২
১০ঃ৩৪_সন্ধ্যা

- Advertisment -

সর্বশেষ সংবাদ