নুর আলম সুমন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।
টাঙ্গাইলের গোপালপুর মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
সোমবার(২৯ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের মাঠে উক্ত ফলাফল প্রকাশ করা হয়।
এতে খন্দকার আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন- এর সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুক হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল গোপালপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোখলেস এন্টার প্রাইজ এর স্বত্বাধিকারী মোখলেছুর রহমান, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন, ব্যবসায়ী হেলাল উদ্দিন মাখন, মোঃ মহির উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা মৎস্যজীবিদলের সাধারণ সম্পাদক নাজিম তালুকদার, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন, মির্জাপুর ইউনিয়ন জামায়াতের আমির খঃ নাঈম হাসান ননি, খঃ বাসেত, ডাক্তার মিন্টু চন্দ্র সরকার , খঃ তানভীর হাসান পিন্টু, মোহাম্মদ শামীম রেজা, মোঃ হেলাল উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক বৃন্দ।
প্রকাশ থাকে যে, ২০২৪ ইং সনের বার্ষিক পরীক্ষায় মোট ১২৫ জন শিক্ষার্থী অংশ নেন। এতে কৃতকার্যের সংখ্যা ১০৫ জন, অকৃতকার্য ২০ জন।
প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে আব্বাস এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়।