31 C
Dhaka
রবিবার, জানুয়ারি ৫, ২০২৫

শেরপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে জেল, জরিমানা

ফারুক হোসেন শেরপুর প্রতিনিধি: প্রশাসনের নিষেধাজ্ঞার পরও অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের জেল ও এক লাখ টাকা জরিমানাসহ ২১টি শ্যালুচালিত ড্রেজার, ৩২টি স্থাপনা এবং অসংখ্য পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনব্যাপী টানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

সূত্র জানায়, দফায় দফায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হলেও পরবর্তীতে আবারও অবৈধভাবে বালু উত্তোলন শুরু করে অসাধু বালু ব্যবসায়ীরা। সম্প্রতি ভোগাই নদীর নয়াবিল বানিয়াপাড়া, নয়াবিল ইউনিয়ন পরিষদ এলাকা, নয়াবিল ডাক্তার গোপ, হাতিপাগার ভাঙ্গা, হাতিপাগার স্কুল এলাকা, ফুলপুর বান্দের বাজার, তন্তর ঘাট ও কালাকুমা বাজার এলাকায় নদীর তীর ভেঙে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। এমতাবস্থায় শুক্রবার সকালে উপজেলা প্রশাসন এসব এলাকায় দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে। অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে জড়িত থাকায় হাতেনাতে আটক ঘাকপাড়া গ্রামের আরশাদ আলীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই অপরাধে জড়িত থাকায় নয়াবিল এলাকার স্কেভেটর মালিক জাহাঙ্গীর আলমকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও দিনব্যাপী অভিযানে শ্যালুচালিত ২১টি মিনি ড্রেজার, বালু উত্তোলনে ব্যবহৃত ৩২টি স্থাপনা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

- Advertisment -

সর্বশেষ সংবাদ