31 C
Dhaka
রবিবার, জানুয়ারি ৫, ২০২৫

সাংবাদিক কন্যা অহনা পাটোয়ারী’র ১৪তম শুভ জন্মদিন

নিজস্ব প্রতিনিধিঃ মিরসরাই উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য,জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকাসহ, দৈনিক চট্রগ্রাম লাইভ ও বিডি সমাচার ২৪ ডটকম, দৈনিকা যুমনা প্রতিদিন,ভিন্ন বার্তা ডটকম চট্টগ্রাম জেলা মিরসরাই উপজেলা প্রতিনিধি সাংবাদিক কমল পাটোয়ারী বাচ্চু’র একমাত্র কন্যা অহনা পাটোয়ারী’র ১৪তম শুভ জন্মদিন আজ। আজকের এই(২৬ ডিসেম্বর ) দিনে পৃথিবী আলো করে তার মা-বাবার কোলজুড়ে জন্ম নিয়েছিল অহনা পাটোয়ারী।
এই শুভ জন্মদিনে তার দীর্ঘায়ু কামনা ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন সাংবাদিক মহল, সেই সাথে দীর্ঘায়ু কামনা করেছেন অহনা পাটোয়ারী’র ,পিতা-মাতা, ঠাকুর মা, সহ সকল আত্মীয় স্বজনরা আগামী দিনে সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

অহনা পাটোয়ারী’র শুভ জন্মদিনে আমরা এই প্রত্যয় করছি যে ‘

এমন জীবন করিবে গঠন মরনে হাসিবে তুমি কাদিবে ভূবন।

- Advertisment -

সর্বশেষ সংবাদ