31 C
Dhaka
রবিবার, জানুয়ারি ৫, ২০২৫

মীরসরাইয়ে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে রজতজয়ন্তী উদ্‌যাপন

কমল পাটোয়ারি,মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে রজতজয়ন্তী উদ্‌যাপিত হয়েছে। ২০০০ সালে ১৫ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় কলেজটি। ২০২৫ সালে এই প্রতিষ্ঠানের ২৫ বছর পূর্ণ হওয়ায় নানা আয়োজনে রজতজয়ন্তী উদ্‌যাপন করা হয়।
কলেজের রজতজয়ন্তী উপলক্ষে (২৫ ডিসেম্বর ) বুধবার সকাল ৯টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে র‌্যালি, আলোচনা সভা, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।


কলেজের অধ্যক্ষ ও উদযাপন পরিষদের সদস্য সচিব কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবচার উদ্দিন এর সভাপতিত্বে ও কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক শেখ ফরিদ ও আইটি শিক্ষক ওমর ফারুক যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা বস্ত্রশিল্প প্রতিষ্ঠান ক্লিফটন গ্রুপের চেয়ারম্যান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী৷
এই সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন রজতজয়ন্তী পুর্নমিলনী উদযাপন পরিষদের যুগ্ম সদস্য সচিব ও প্রাক্তন শিক্ষার্থী পরিষদের প্রধান সমন্বয়ক মো.সাহেদ আহসান।
এই সময় উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহি উদ্দিন, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি অর্থ উপদেষ্টা প্রফেসর শামসুদ্দোহা, চট্টগ্রাম বন্দরে সাবেক ইঞ্জিনিয়ার খাইরুল মোস্তফা, নিখাদ গ্রুপ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ভূইয়া, ১৩ নং মায়ানী ইউনিয়ন পরিষদ প্রাক্তন চেয়ারম্যান শাহাবুদ্দিন মিয়াসহ কলেজের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

- Advertisment -

সর্বশেষ সংবাদ