31 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫

জামালপুরে সাদপন্থিদের তাবলীগ মসজিদে ঢুকতে না দেয়ার ঘোষণা

মেহেদী হাসান, জামালপুর:

ইজতেমা প্রাঙ্গণে ৪ জনকে হত্যার প্রতিবাদে ও হত্যার সঙ্গে জড়িত সাদপন্থিদের গ্রেপ্তার এবং সাদপন্থিদেন নিষিদ্ধের দাবিতে জামালপুরে মানব বন্ধন করেছে তাবলীগী জামাত ও তাওহীদি জনতা।

শনিবার (২১ ডিসেম্বর), সকালে শহরের ফৌজদারি মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ভারতীয় নাগরিক সাদ কোনো আলেম না। তিনি আমেরিকা ও ইহুদিদের ইন্ধনে বাংলাদেশের তাবলীগ জামায়াতকে বিভক্ত করতে কাজ করছে। ভারতীয় মুসলিম বিদ্বেষীদের হয়ে ২০১৮ সালের পহেলা ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে হামলা চালিয়ে দেশের শতশত আলেমকে রক্তাক্ত করেছিলেন।

বক্তারা আরও বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। কিন্তু সাদপন্থীদের যদি সঠিক বিচার না করা হয় তাহলে আমরা কঠিন আন্দোলনে যেতে বাধ্য হবো। এই সাদপন্থীদের তাবলীগ জামায়াতের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারা উগ্রপন্থী সন্ত্রাসী গোষ্ঠী। ২০১৮ সালে তারা ইজতেমা মাঠে জঙ্গীদের মতো শোডাউন করেছে। তারা বর্তমানে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার ফ্যাসিবাদীদের মদদে অশান্তি সৃষ্টি করতে কাজ করছে।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাদপন্থিরা ইসলামের মূলধারা থেকে বিচ্যুত। যারা মানুষ হত্যা করে তারা কাফির হয়ে যায়। বক্তারা হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। মানববন্ধন থেকে জামালপুরে তাবলীগ মসজিদে আর সাদপন্থিদের ঢুকতে দেয়া হবে না বলে ঘোষণা দেয়া হয়। 

মানববন্ধন শুরুর আগে থেকেই সেখানে পুলিশ মোতায়েন ছিল। এছা।ড়া টহল দেয় সেনাবাহিনী।

এসময় বক্তব্য রাখেন, মুফতি শামছুদ্দিন, মুফতি মনিরুল ইসলাম, মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ, মাওলানা মাসউদ হোসাইন, মাওলানা নজরুল ও মাওলানা মোহাম্মদ আলী খান।

- Advertisment -

সর্বশেষ সংবাদ