31 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫

মধুপুরে শরীফ মন্ডলের বংশধরদের পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন অলিপুর গ্রামের প্রয়াত শরীফ মন্ডল এর বংশধরদের পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) প্রয়াত শরীফ মন্ডল এর বংশধরদের পৈতৃকবাড়ী অলিপুরে দিনব্যাপি পারিবারিক মিলন মেলার আয়োজন করেন সকল পরিবার এবং সার্বিক সহযোগিতায় ছিলেন, পরিবারের সকল সদস্য গন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলওয়াত এবং পরিবারের যে সকল সদস্য মৃত্যু বরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। স্বনামধন্য এ পরিবারের প্রধান, প্রয়াত শরীফ মন্ডলের ছিলো ৩ সন্তান। এরা হলেন, জমির উদ্দিন সরকার, আজীতুল্ল্যাহ সরকার ও জিন্নত আলী সরকার।
পরবর্তীতে জমির উদ্দিন সরকারের ঘরে জন্ম হয় ৩ সন্তানের এরা হলেন, কলিমউদ্দিন সরকার, রুস্তম আলী সরকার ও আঃ কাদের সরকার। আজীতুল্ল্যার ঘরে ২সন্তান এরা হলেন, মৌলভী মোহাম্মদ হাসান আলী ও আবুল কাশেম এবং জিন্নত আলীর ঘরে ১সন্তান মোঃ আঃ হামিদ।
মনোমুগ্ধকর এ অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই ছিলো পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা মূলক খেলার আয়োজন। দুপুরে প্রীতিভোজের আয়োজন ছিল এ সময় সকলেই একত্রে বসে দুপুরের খাওয়া দাওয়া শেষ করেন। দীর্ঘদিন পর একত্রিত হতে পেড়ে আনন্দে উদ্ভাসিত হয়ে ওঠে পুরো পরিবারের সদস্যগন।
এ পরিবারের অনেকেই সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত রয়েছেন। এ পরিবারের প্রয়াত মৌলভী মোহাম্মদ হাসান আলীর সুযোগ্য সন্তান,টাঙ্গাইলের মধুপুর-ধনবাড়ী উপজেলার জননন্দিত নেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল – ১ (মধুপুর -ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ আলীও রয়েছেন।
এ মিলন মেলায় পরিবারের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আলতাফ হোসেন, আব্দুস সালাম, রুহুল আমিন, আনোয়ার হোসেন, আক্তার হোসেন, বাচ্চু মিয়া, রফিকুল ইসলাম, টাঙ্গাইল -১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ আলী, রানু, রুনু, ও রেখা সহ ৩২ জন ভাই বোন ও তাদের সন্তানাদি এবং নাতি নাতনিগন। অনুষ্ঠান শেষে খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী ও লটারি ড্র অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মোঃ জাহিদুল কবীর বিপ্লব।

- Advertisment -

সর্বশেষ সংবাদ