মীরসরাই,প্রতিনিধিঃমীরসরাই তে স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ইচাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন মেম্বারের উপর নিজ দলীয় কর্মীদের হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় তিনি একা ছিলেন। এসময় তিনি হাসনাবাদ নামক এলাকা থেকে একটি বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি পারছিলেন। বাড়ি যাওয়ার পথে জুলনপুল এলায় পৌছলে নিজ দলীয় কিছু নেতা কর্মী তার উপর অতর্কিত হামলা চালায়।
মীরসরাইয় নিজ দলের নেতা-কর্মীদের হামলায় বিএনপির ১ জন আহত
59
0
- Advertisment -