মীরসরাই,সংবাদদাতা ॥ চট্টগ্রামের মীরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, সেলাই মেশিন ও দেওয়ানপুর গৌর নিতাই নামহট্ট মন্দির কমিটির পক্ষ থেকে দুই শতাধিক নারী ও পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) সকালে সনাতন ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে উপজেলার দেওয়ানপুর শ্রী শ্রী গৌর নিতাই নামহট্ট মন্দিরে এসব উপকরণ বিতরণ করা হয়। সংগঠনের নির্বাহী সদস্য বিশ্বজিত সরকারের সভাপতিত্বে এবং প্রকৌশলী উত্তম দে মুন্না ও সাংবাদিক রাজিব মজুমদারের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের নির্বাহী সদস্য এডভোকেট উজ্জ্বল বিশ্বাস, প্রকৌশলী সৌমেন দে, চট্টগ্রাম মহানগর কমিটির আহবায়ক শিল্পী চৌধুরী, যুগ্ম আহবায়ক রুপা সেন গুপ্ত, সদস্য সচিব বাবুজিৎ দাশ, প্রবর্তক হরেকৃষ্ণ নামহট্ট মন্দিরের সহকারী পরিচালক সোমনাথ দাস ব্রহ্মচারী, চট্টগ্রাম পূজা উদ্যাপন পরিষদের সদস্য সুভাষ সরকার, বর্তমান আহবায়ক অর্নিবান চৌধুরী রাজীব, জোরারগঞ্জ ইউনিয়ন পূজা কমিটির সভাপতি বাবুল সেন, দেওয়ানপুর গৌর নিতাই নামহট্ট মন্দির কমিটির সাধারণ সম্পাদক চারু মুকুন্দ দাস, সনাতন ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সদস্য সচিব রুবেল দে, সদস্য শান্তা শর্মা, অরুপ বিশ্বাস লিংকন, উজ্জ্বল সরকার প্রমুখ।
এসময় সনাতন ফাউন্ডেশন বাংলাদেশ এর পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ ১০ পরিবারকে ঢেউটিন, দুটি সেলাই মেশিন ও দেওয়ানপুর গৌর নিতাই নামহট্ট মন্দির কমিটির পক্ষ থেকে দুই শতাধিক নারী ও পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গী বিতরণ করা হয়।