31 C
Dhaka
রবিবার, মে ৫, ২০২৪

নেত্রকোণা-৪ আসনের উপ-নির্বাচনে আ.লীগের মনোনয়ন নিলেন শফী আহমেদ

নেত্রকোনা-৪ আসনে নৌকা প্রতীক বরাদ্দ পেতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক তুখোড় ছাত্রনেতা শফী আহমেদ।

শনিবার রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে শফী আহমেদের উপস্থিতিতে স্থানীয় নেতাকর্মীরা তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় ধানমন্ডি কার্যালয়ে উপস্থিত ছিলেন মদন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লিটন বাংগালী, খালিয়াজুড়ির আওয়ামী লীগ নেতা মল্লুকচান, মদন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, খালিয়াজুড়ি স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি মো: শহিদুল ইসলাম ভূইয়া, খালিয়াজুড়ি স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজেস্বর দেবনাথ রাজু, সাংগঠনিক সম্পাদক রুপায়েত হোসেন, নেত্রকোণা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আউয়াল শাওন, নেত্রকোনা সদর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জুবায়ের আহমেদ, নেত্রকোনা পৌর ছাত্রলীগের আহ্বায়ক মামুনুর রশীদ টিপু, জেলা ওলামা লীগের সভাপতি মো: জাহাংগীর আলম, খালিয়াজুড়ি উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাওসার আহমেদ, মদন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক টিপু ইসলাম সোহাগ, মদন পৌর ছাত্রলীগের আহ্বায়ক শেখ তারেক, মোহনগঞ্জ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোর্শেদ জয়, মোহনগঞ্জ পৌর যুগ্ম আহ্বায়ক তানভীর ইয়ার চৌধুরী, মোহনগঞ্জ সরকারী কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইয়াসিনুর রহমান সাদ, পূর্বধলা ছাত্রলীগের আহ্বায়ক সোলায়মান হোসেন হাসিব সহ অসংখ্য স্থানীয় নেতাকর্মী।

নেত্রকোণা-৪ আসনের জন্য দ্বিতীয় দিনের মতো আজ দলীয় ফরম বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। শেষ খবর পাওয়া পর্যন্ত বুধবার নৌকা প্রতীক বরাদ্দ পেতে ৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

উল্লেখ্য, গত ১১ জুলাই বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন মদন- মোহনগঞ্জ- খালিয়াজুড়ি আসনের সাংসদ রেবেকা মমিন (৭৬)। তার মৃত্যুতে গেলো ১৫ জুলাই নেত্রকোনা-৪ আসন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

শনিবার (১৬ জুলাই) শূণ্য ঘোষিত আসনটিতে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী- এ আসনের উপ-নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষদিন ২৪ জুলাই, মনোনয়ন বাছাই ২৫ জুলাই, আপিল ২৬-২৮ জুলাই, আপিল নিষ্পত্তি ২৯-৩০ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩১ জুলাই, প্রতীক বরাদ্দ ১ আগস্ট ও ভোটগ্রহণ ২ সেপ্টেম্বর।

- Advertisment -

সর্বশেষ সংবাদ