31 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫

মীরসরাইয়ে ফারুকীয়া মাদরাসা’র বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ সম্পন্ন

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাইয়ে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ফারুকীয়া মদিনাতুল উলুম মাদরাসা’র উদ্যোগে
সপ্তাহ ব্যাপি তারুণ্য উ‌ৎসব, সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় ফারুকিয়া মদিনাতুল উলুম মাদরাসা মাঠে শিক্ষক সম্মাননা, অভিভাবক, স্টাপ ও বিভিন্ন ইভেন্টে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ী মধ্যে পুরষ্কার বিতরণের অনুষ্ঠানে মাদরাসার প্রিন্সিপাল সাফওয়ান বিন হারুন আল আযহারী সভাপতিত্বে ফারুকিয়া নূরানী বিভাগের শিক্ষক মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আযহার ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ শাহনেওয়াজ হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের দাওয়াহ বিভাগের শিক্ষক ডক্টর সাইফুল ইসলাম , মীরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, মীরসরাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রভাষক জাফর উদ্দিনসহ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে “ক্রীড়া ও সাংস্কৃতিক”‌এ প্রায় ৫০টি ইভেন্টে প্রথম , দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন কারীদের মধ্যে ২০০টির‌ও অধিক পুরস্কার প্রদান করা হয়।
২০২৪ শিক্ষাবর্ষ সুন্দর ও সফলভাবে শেষ করার স্বীকৃতি স্বরূপ “আল আযহার ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ” এর পক্ষ থেকে ফাউন্ডেশনের চেয়ারম্যান সকল শিক্ষক-শিক্ষিকার হাতে সম্মাননা ক্রেষ্ট প্রদান করে করেন।
অনুষ্ঠানের সভাপতি প্রিন্সিপাল সাফওয়ান বিন হারুন আল আযহারী উপস্থিত সকল মেহমান, অভিভাবক ও শিক্ষার্থীদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

- Advertisment -

সর্বশেষ সংবাদ