31 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫

বর্ণমালা শিক্ষাবৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
কালিহাতী উপজেলা কুরুয়া সৈয়দা নূরজাহান উচ্চ বিদ্যালয়ে বর্ণমালা শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার বিকেলে বর্ণমালা শিক্ষাবৃত্তি পুরুষ্কার অনুষ্ঠিত হয়।

বর্ণমালা শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের সভাপতি ও দৈনিক যুগধারা পত্রিকার সম্পাদক সরকার হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী তামিম আকতার প্রামানিক।অনুষ্ঠান উদ্বোধন করেন,ইসলামিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক ফরহাদ হোসেন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী ইঞ্জিনিয়ার, এম.আর.টি প্রজেক্টের সাইফুল ইসলাম সজিব।আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো.রুহুল আমিন,ইউ এস বাংলা এয়ারলাইনস সহ ম্যানেজার মো.হাসান আলী,কুরুয়া সৈয়দা নূরজাহান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লাভলু মিয়া,বিশিষ্ট সমাজসেবক নাজিম উদ্দীন তালুকদার সহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রায় শতাধিক ছাত্র-ছাত্রীদের কে পুরস্কার তুলে দেয়া হয়।শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য ২০২০ সালে প্রতিষ্ঠিত বর্ণমালা শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে আসছে।

- Advertisment -

সর্বশেষ সংবাদ