31 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫

ইকরা নূরানী কেন্দ্রীয় সনদ পরীক্ষায় ৭ম স্থান অর্জনে নরজনা মাদ্রাসা

নুর আলম সুমন,গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।
বাংলাদেশ ইকরা নূরানী তালিমুল কুরআন বোর্ডের ২০২৪ কেন্দ্রীয় সনদ পরীক্ষায় শ্রেষ্ঠ ১০ম ক্যাটাগরির ৭ম স্থান অর্জন করেছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নরজনা নূরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মোঃ ইসমাইল (০৯)।

মাদ্রাসা সূত্রে যানাযায়, ইসমাইল হোসেন গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের নুঠুর চর গ্রামের মোঃ মনির হোসেনের ছেলে। সে ২০২২ সালে অত্র মাদ্রাসায় প্রথম শ্রেণীতে ভর্তি হন। এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণী শেষ করে ইকরা নূরানী বোর্ডের অধীনে ৩য় শ্রেণীর বোর্ড পরীক্ষায় অংশ নেন।

অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মোঃ রাসেল হোসেন বলেন ইকরা নূরানী বোর্ডের তৃতীয় শ্রেণীর পরীক্ষায় ৪ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ হাজার শিক্ষার্থী অংশ নিয়ে সেখান থেকে শ্রেষ্ঠ ১০ ক্যাটাগরির মধ্যে সপ্তম ক্যাটেগরিতে স্থান অর্জন করে নিয়েছেন আমাদের মাদ্রাসার ছাত্র ইসমাইল হোসেন।আমরা তার ভবিষ্যৎ মঙ্গল কামনা করছি।

মাদ্রাসার মুহতামিম মাওলানা ইসমাইল হোসেন সরকার বলেন এত সুন্দর ফলাফল করায় আমরা গর্বিত এবং আনন্দিত। আমাদের মাদ্রাসার শিক্ষকরা যেভাবে পরিশ্রম করে লেখাপড়া করিয়েছেন তার ফসল হিসেবে আমরা বাংলাদেশের সেরা দশের মধ্যে ৭ম অর্জন করতে সক্ষম হয়েছি।

তিনি এলাকাবাসীর ছেলেমেয়েদেরকে ভর্তি করিয়ে মাদ্রাসাকে সুন্দর করে সাজানোর সুযোগ করে দেওয়ার আহ্বান জানান।

নূরানী মাদ্রাসিটি ২০২১সালে মাত্র ৫০ জন শিক্ষার্থী নিয়ে শুরু করা হলেও, যা বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা এসে দাঁড়িয়েছে ১৭০ জন।

- Advertisment -

সর্বশেষ সংবাদ