31 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

ভালোবাসা দিবসে ‘তোর এক দেখাতে মন ধরেছে’

আসন্ন ভালোবাসা দিবসকে সামনে রেখে সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) চিত্রায়ণ হয়েছে সেলিম রেজার পরিচালনায় নির্মিত নতুন মিউজিক ভিডিও ‘তোর এক দেখাতে মন ধরেছে’। সালাউদ্দিন সাগরের কথা ও এএন ফরহাদের সংগীতে গানে কন্ঠ দিয়েছেন সৈয়দ অমি ও সানজিদা রিমি।

হাবিব রহমানের নৃত্য পরিচালনায় গানটিতে অভিনয় করেছেন কন্ঠশিল্পী সৈয়দ অমি ও চিত্রনায়িকা শিরিন শিলা। মিউজিক ভিডিওটি ভালোবাসা দিবসকে সামনে রেখে খুব শীঘ্রই ‘এমকে মিউজিক স্টেশন’ ইউটিউবে অবমুক্ত হবে।

তোর এক দেখাতে মন ধরেছে নিয়ে নির্মাতা সেলিম রেজা বলেন, অসম্ভব সুন্দর কথা মালা এবং সুরের একটি গান, সিনেমাটিক ভাবে চিত্রায়ণ করেছি। আশাকরি দর্শক গান এবং দৃশ্যায়ন দেখে মুগ্ধ হবেন।

- Advertisment -

সর্বশেষ সংবাদ