আফছার উদ্দিন ফরিদ। তজুমদ্দিন প্রতিনিধি।
ভোলা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন তজুমদ্দিন থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। রবিবার ভোলা জেলা পুলিশ সুপার কার্যালয়ে মাসিক সভায় পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক শ্রেষ্ঠ ওসি আব্দুল্লাহ আল মামুনকে সম্মাননা স্বরূপ পুরস্কৃত করেন।
তিনি সম্প্রতি তজুমদ্দিন থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন। যোগদানের শুরুতেই তিনি মাদকের বিরুদ্ধে একাধিক অভিযান, মামলা নিষ্পত্তি, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর, সামাজিক সৌহার্দ্য, সম্প্রীতি বৃদ্ধিতে ভূমিকা রাখা, জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিসহ সুষ্ঠু সুন্দরভাবে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখেন। তাঁর এই ভূমিকার স্বীকৃতি হিসেবে জেলার ওসিদের মধ্যে তাঁকে শ্রেষ্ঠ ওসির সম্মানে ভূষিত করা হয়।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ অর্জন শুধু আমার একার নয়, এ অর্জন আমাদের থানার সকল অফিসার ও ফোর্সের সম্মিলিত প্রচেষ্টা ও তজুমদ্দিন উপজেলাবাসীর সহযোগিতার ফল। পুরস্কারটি পেয়ে আমি খুবই খুশি এবং অনুপ্রাণিত। এ পুরস্কারটি আমার দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে এ পুরস্কারটি আমাকে অনুপ্রেরণা যোগাবে।