31 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

যশোর বেনাপোলে সেক্টর কমান্ডার পর্যায়ে বিজিবি – বিএসএফ সমন্বয় সভা অনুষ্ঠিত

মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধ

তারিখ ১৪/০১/২৫রোজ বুধবার
যশোরের বেনাপোলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশ-ভারত সীমান্তে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১ টা ৩০ মিনিটে বিজিবির যশোরস্থ ৪৯ ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল বিওপির সম্মেলন কক্ষে এই সভা শুরু হয়। সভায় বিজিবির পক্ষে খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মেহেদী হাসান চৌধুরীর নেতৃত্বে ২২ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন।

অপরদিকে বিএসএফের কোলকাতা সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি তারনি কুমারের নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

বিজিবির খুলনা সেক্টরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) মোঃ খসরু রায়হান জানান, সমন্বয় সভায় বাংলাদেশ-ভারত সীমান্তে যেকোন ধরণের প্রাণহানির ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ব্যাপারে উভয় পক্ষ সম্মত হয়েছে। এছাড়া সীমান্ত দিয়ে অবৈধ পারাপার রোধ এবং উভয় দেশের মধ্যে স্বর্ণসহ সব ধরণের পণ্য চোরাচালান বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়েও বিজিবি-বিএসএফ কর্মকর্তারা একমত হন।

বিজিবির খুলনা সেক্টরের অতিরিক্ত পরিচালক মোঃ খসরু রায়হান আরও জানান, ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্যের অনুপ্রবেশ ঠেকাতে আরও বেশি তৎপরতা ও কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সমন্বয় সভায় বিএসএফের প্রতি জোরালো আহবান জানানো হয়।

উক্ত সমন্বয় সভায় ‘বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত চুক্তি-১৯৭৫’ এবং ‘সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা’র আলোকে আলাপ-আলোচনার মাধ্যমে সীমান্তে উদ্ভুত যেকোন সমস্যা দ্রুততম সময়ে শান্তিপূর্ণভাবে সমাধানে একমত হন দুই দেশের কর্মকর্তারা।

এছাড়া সীমান্তে অবৈধ স্থাপনা নির্মাণ ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের ব্যাপারে ফলপ্রসু আলোচনা হয়েছে। দুই দেশের সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি-বিএসএফ প্রতিনিধি দলের প্রধান একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বলে জানান বিজিবি’র অতিরিক্ত পরিচালক মোঃ খসরু রায়হান।
মোবাইল ০১৭১২৯৪৭৮৭১

- Advertisment -

সর্বশেষ সংবাদ