সাব্বির জুবায়ের। মিরপুর প্রতিনিধি
অদ্য ১৪/০১/২০২৫ ইং খ্রিঃ তারিখ বেলা ১১.১৫ ঘটিকায় মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন ও পুলিশ পরিদর্শক (তদন্ত)মোঃ সাজ্জাদ রোমন দ্বয়ের নেতৃত্বে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১০ নম্বর মিরপুর মডেল থানাধীন বাসা-৩৭ এভিনিউ-১, ব্লক-বি, সেকশন-১০,নতুন রব্বানী হোটেল ভবনের ২য় তলায় রহমানস ডেন্টাল কেয়ার এর দক্ষিণ পাশে হইতে চিহিত চাঁদাবাজ আসামী ১। মোঃ শাহিন ইসলাম জীবন (৩৯)২। মোঃ জনি (২৬) ৩। মোঃ রাশেদুল ইসলাম রাশেদ (৪৪) কাফরুল থানা সংলগ্ন, থানা-কাফরুল, আসামীদের গ্রেফতার করা হয়।আসামীরা এলাকা সহ ১০ নাম্বার ফুটে চাঁদাবাজ হিসেবে জনশ্রুতি আছে। গ্রেফতারকৃত চাঁদাবাজ আসামী মোঃ শাহিন ইসলাম জীবন, মোঃ জনি ও রাশেদ এর নিকটর হইতে ০৫ (পাঁচ) গ্রাম হেরোইন, মুল্য অনুমান-২০,০০০/-(বিশ হাজার) টাকা,১৫০ পিছ ইয়াবা এবং মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ৩০,৪০০/- (ত্রিশ হাজার চারশত) টাকা,মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সেবনের ফয়েল পেপার,একটি পিস্তল সদৃশ গ্যাসলাইটার উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত ১নং আসামী মোঃ শাহিন ইসলাম জীবন এর বিরুদ্ধে ২(দুই) টি চাদাবাজি মামলা মিরপুর মডেল থানায় মামলা নং-৪৬/৩৯৫ তারিখ- ২০/০৬/২০১৭ ধারা- ৩৮৫/৩৮৬/৫০৬/৩৪, এবং মিরপুর মডেল থানায় মামলা নং-১০/১৫২ তারিখ- ০৪/০৩/২০১৭ ধারা- ৩৮৫/৩৮৬/৪১১/৩৪, রয়েছে। উক্ত আসামীদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা নং-২৬ তারিখ- ১৪/০১/২০২৫ ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ৮(ক)/১০(ক) মামলা রুজু করা হয়েছে।
এই বিষয়ে মিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)মোঃ সাজ্জাদ রোমন দৈনিক ভিন্ন বার্তাকে জানান এই আসামীদের বরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ থাকা সত্ত্বেও তারা তাঁদের অপরাধ পরিচালনা করে যাচ্ছিল এই সকল বিষয়ে আমার কাছে তথ্য থাকলে এই সকল আসামী গাঁ ঢাকা দিয়ে থাকার ফলে এদের ধরোটা দুর্লভ ছিল তবে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম এদের আইনের আওতায় আনার আজকে গোপন তথ্যের ভিক্তিতে আসামী জীবনের তার নিজ বাসায় অবস্থান করছে খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করি। তিনি আরও বলেন আমি মিরপুর মডেল থানায় যতদিন দায়িত্বে থাকবো এই সকল আসামীদের ও এদের আশ্রয়-প্রশ্রয় কারী কাউকেই ছাড় দিব না।