31 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

সাভার ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে

খলিল, সাভার

তখন যারা নেতা ছিল তারা এমন কিছু সিন নিয়ে আসতো, নেতার পিছনে ৫/১০ জন দারিয়ে থাকে। ওদের চেহারা যেন দর্শকরা দেখতে পায়। এখনতো আমাদের নেতার সংখ্যা কম,এজন্য পিছে দাড়ানোর মত আমি কর্মি খুঁজে পাইনা চেয়ারে বসে থাকতে হয় বলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা -১৯ সাবেক সাংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। শনিবার ( ১১) ২০২৫ ইং রাতে সাভারের রাজাশন কলাবাগান ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ সিজন-৩ এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তিনি আরও বলেন প্রমোশন নিতে হয় প্রতিযোগিতার মাধ্যমে। অতএব যেকোনো একটা জায়গায় ধ্বাক্কা খেলে আমার যেন জীবন ধ্বংস হয়ে না যায়। এই স্প্রিটটা আমরা খেলা থেকে শিখি।অতএব যাদের খেলাধুলায় ভালো, তাদের আমি কখনো সুইসাইড করতে দেখিনি। যারা খেলাধুলায় ভালো কিন্তু পড়ালেখায় ভালো না হও কিন্তু জীবনটা একটা সুশৃঙ্খলা ভাবে এগিয়ে যায়।তাদের মন-মানসিকতা ভালো থাকে।
” ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল” এই স্লোগানকে সামনে রেখে ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলাটি আয়োজন করেন রাজাশন কলাবাগান ক্লাব এর সকল সদস্যবৃন্দ। খেলাটি সার্বিক সহযোগিতা করেন শিহাব আইটি, সোহেল এন্টারপ্রাইজ এবং রাফি এন্টারপ্রাইজ।
সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মাস্টার এর সভাপতিত্বে মোঃ জিয়ারুল ইসলাম জুয়েল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাভার থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ শাহীন, সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মেহেদী রানা শহীদ, বিশিষ্ট ব্যবসায়ী হাজী সেলিম মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী রফিক মিয়া সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও খেলাপ্রেমী শতশত সাধারণ জনগণ। ব্যাডমিন্টন গ্রান্ড ফাইনালে টিম কলাবাগান দলকে ২-০ রাউন্ডে হারিয়ে জয়ী হয় জলবাইবাগান নাইট রাইটার্স দল। খেলা শেষে জয়ী ও পরাজয়ী উভয় দলের মধ্যে পুরুষ্কার তুলে দেন প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ।

- Advertisment -

সর্বশেষ সংবাদ