কমল পাটোয়ারি,মিরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ৮ নং দুর্গাপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড শিকার জনার্দ্দনপুর গ্রামে বন্যার্তদের মাঝে নলকূপ এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার ১১ ই জানুয়ারি সকাল ১০ টায় হাজী নুরুল আলমের সভাপতিত্বে নলকূপ ও শীতবস্র বিতরণের উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব গুনিজন ও একটি মাল্টিন্যাশনাল কোম্পানির কান্ট্রি ম্যানেজার জনাব দিদারুল আলম শামীম।
এলাকার মসজিদের পেশ ঈমাম জনাব মফিজুর রহমানের তেলাওয়াতে কোরানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।জনাব হানিফ মিঝির সঞ্চালনায় মূল প্রাতিপাদ্য বিষয়ের উপর বক্ত্যব প্রদান করেন এলাকার কৃতিসন্তান জনাব মোহাং হারুন রশীদ।অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান। এতে মিরসরাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জনাব সাংবাদিক নরুল আলম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্টনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্হিত ছিলেন।প্রধান বক্তা বলেন,ওসাপ একটি সম্পূর্ণ অরাজনৈতিক অলাভ জনক সেবামূলক প্রতিষ্ঠান।এলাকার বেকার যুবক যুবতিদের প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিনয় করা এর মূল উদ্দেশ্য।ইতিপূবে বন্যায় ক্ষতিগ্রস্হ লোকের মাঝে বীজ ও কৃষি সামগ্রী বিতরণ করা হয়।সংগঠনের এমন উদ্দ্যেগ চলমান থাকবে।
আজকে ৫০০ শত জনকে শীতবস্ত্র, ১০০০ হাজার জনকে মোজা,৫০ টি কম্বল ও ৪ টি নলকুপ বিতরণ করা হয়। যা আগামীতে সংগঠনের পক্ষে চলমান থাকবে।