স্টাফ রিপোর্টারঃ জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ঢাকা জেলার ধামরাই উপজেলার চৌহাট গ্রামের মোঃ ইউসুফ আলী।গতকাল জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মজিবুল হক চুন্নুর সুপারিশে ১৭১ সদস্য বিশিষ্ট জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদন করেন।উক্ত কিমিটিতে ছাত্র নেতা মোঃ ইউসুফ আলীর নাম যুগ্ম আহবায়ক হিসেবে প্রকাশিত হওয়ায় ধামরাই উপজেলা জাতীয পার্টি,জাতীয় ছাত্রসমাজ সহ সকল অংগ সংগঠনের নেত্রীবৃন্দ সন্তুষ্টি প্রকাশ করেছেন।
এবিষয়ে মোঃ ইউসুফ আলী বলেন আমি পল্লী বন্ধু এরশাদ আদর্শে রাজনিতি করি।আমাকে কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়ন করায় জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জি এম কাদের, সংগ্রামী মহাসচিব এড মজিবুল হক চুন্নু স্যার সহ সকল কেন্দ্রীয় নেত্রীবৃন্দ,জাতীয় ছাত্র সমাজ সকল নেত্রীবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানাচ্ছি।
জানা যায় মোঃ ইউসুফ আলী প্রথমে ধামরাই উপজেলা জাতীয় ছাত্র সমাজ সভাপতি,ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক,জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক,গত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন।গত ইউ পি নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসাবে লাঙ্গল প্রতিকে ১ং চৌহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন।