31 C
Dhaka
বুধবার, জানুয়ারি ৮, ২০২৫

ইসলামপুরে মিনার আল-হিকমা ইন্টারন্যাশনাল মাদরাসা ও সূর্যমুখী বিদ্যাপীঠ ক্যাম্পাসের শুভ উদ্বোধন

জামালপুরের ইসলামপুর উপজেলায় মিনার আল-হিকমা ইন্টারন্যাশনাল মাদরাসা ও সূর্যমুখী বিদ্যাপীঠ (ইংলিশ ভার্সন) ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে ৪ জানুয়ারি শনিবার দিনব্যাপী এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

ক্যাম্পাস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম, ক্যাম্পাস উদ্বোধক অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বাহালুল হক চৌধুরী এবং মধ্যমণি অতিথির বক্তব্য রাখেন ব্যবসায়ী ঢাকাস্থ ফরমোনিক  গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবু হানিফ।

প্রধান অতিথি পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, শুধু শিক্ষিত জাতি হলেই দেশ সুন্দর হবে না। দেশ ভালো হবে না। কোন শিক্ষা যদি ধর্মীয় শিক্ষার সাথে সমন্বয় না হয়, তাহলে সেই শিক্ষা পূর্ণতা পায় না। ধর্ম ছাড়া কোন  শিক্ষা আসলে শিক্ষার মধ্যেই পড়ে না। এই প্রতিষ্ঠানের উদ্যোক্তারা সাধারণ শিক্ষা ও ধর্মীয় শিক্ষার সমন্বয় করেছেন। আমরা যত বেশি সোস্যাল মিডিয়ার সাথে যুক্ত হচ্ছি। তত বেশি আন-সোস্যাল হয়ে যাচ্ছি। ছাত্রের কোয়ালিটি নির্ভর করে একটি বিদ্যালয়ে কতটা কোয়ালিটি সম্পন্ন শিক্ষক আছেন। তাই ভালো যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগ দিতে হবে। তিনি এই প্রতিষ্ঠানটির উত্তোত্তর উন্নতি ও শুভ কামনা করেন।  

অনুষ্ঠানের উদ্বোধক অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বাহালুল হক চৌধুরী বলেন, সূর্যমুখী বিদ্যাপীঠের পরিচালক এম এইচ পলাশ এই প্রতিষ্ঠানটিকে ট্রাস্টি বোর্ডের মাধ্যমে চালাতে চায়। এটা ভালো উদ্যোগ। মার্কেটিংয়ে ছাত্র হয়ে তার ইসলামি চিন্তার সমন্বয়গুলো শুনে ভালো লেগেছে। তার কথায় মুগ্ধ হয়ে তিনি এই ট্রাস্টি বোর্ডে থাকার আগ্রহ প্রকাশে করেন। তিনি আরও বলেন, আমি এই প্রতিষ্ঠানের সাথে থাকতে চাই। এই প্রতিষ্ঠানকে কিভাবে আরও উন্নত করা যায় তা নিয়ে কাজ করবো। প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকলে আমার খুব ভালো লাগে। এই প্রতিষ্ঠানের ছেলে মেয়েদের যে আদর্শ, যে আদবকায়দা দেখলাম। তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করলাম। তাদের মধ্যে বেশ ভালো শৃংখলা আছে। তিনি আরও বলেন, আমাদের শুধু ঢাকার বিসিএস নিয়ে চিন্তা করলে হবে না। পৃথিবী কোথায় যাচ্ছে, কোন কোন পরিবর্তন হচ্ছে। পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলার জন্য কর্মকান্ড পরিচালনার জন্য প্রতিষ্ঠানটির শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান তিনি।

অনুষ্ঠানের মধ্যমণি অতিথি ঢাকাস্থ ফরমোনিক গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবু হানিফ তার বক্তব্যে বলেন, একজন ছাত্রকে জ্ঞান দেওয়া, জ্ঞান শোনানো, তাকে মানুষ করা- এর চেয়ে কঠিন কাজ আর নেই। কিন্তু ভালোমানের পড়াশোনার কারণে মিনার আল হিকমা ইন্টারন্যাশনাল মাদরাসা ও সূর্যমুখী বিদ্যাপীঠের সুনাম ইতিমধ্যে ইসলামপুরে ছড়িয়ে পড়েছে। এই প্রতিষ্ঠানে পড়ালে সন্তান ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে, এই বিশ্বাস হয়তো অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়েছে।  

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বর্তমান বিশ্ব খুবই প্রতিযোগিতামূলক। স্বাক্ষরতার হার বাড়ানোর দিন কিন্তু এখন আর নাই। সার্টিফিকেট পাওয়ার দিনটাও চলে গেছে। প্রতিযোগিতামূক দক্ষ শিক্ষা, দক্ষ মেধাবী শিক্ষার্থী তৈরি করা কিন্তু খুবই কঠিন। কারণ সারা বিশ্ব দ্রুত তথ্য-প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা ততটা এগুতে পারে নাই। পাশের হার বেড়েছে। কিন্তু দক্ষ শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না। বাচ্চাদের মোবাইল আসক্তি রোধে অভিভাবকদের ভালো ভূমিকা রাখার আহবান জানান। একই সাথে এই প্রতিষ্ঠানটির উন্নতি ও সকল প্রকারের ভালো কাজে জন্য সবসময় নি:স্বার্থভাবে সম্পৃক্ত থেকে সার্বিক সহযোগিতা ও সহায়তা করে যাওয়ার আশ্বাস দেন তিনি।    

পরে অনুষ্ঠানের উদ্বোধক অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বাহালুল হক চৌধুরী প্রধান অতিথি পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইনসলাম ও অনুষ্ঠানের মধ্যমণি ফরমোনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবু হানিফসহ অন্যান্য অতিথিদের সাথে নিয়ে মিনার আল-হিকমা ইন্টারন্যাশনাল মাদরাসা ও সূর্যমুখী বিদ্যাপীঠ ক্যাম্পাস এবং জামে মজিদের শুভ উদ্বোধন করেন। এর আগে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথির, উদ্বোধক অতিথি ও মধ্যমণি অতিথি এবং বিশেষ অতিথিদের সম্মাননা উপহার দেওয়া হয়। শেষে প্রতিষ্ঠানটির সফলতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।  

মেহেদী হাসান 
জামালপুর। 
০৪-০১-২০২৫

- Advertisment -

সর্বশেষ সংবাদ