31 C
Dhaka
বুধবার, জানুয়ারি ৮, ২০২৫

জামালপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন প্রকৌশলী মো. আবু হানিফ

ঢাকার ফরমোনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী প্রকৌশলী মো. আবু হানিফ জামালপুরে শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন। তার ব্যক্তিগত অর্থায়নে শনিবার সন্ধ্যায় জামালপুর রেলওয়ে স্টেশন প্লাটফরমে ভাসমান অসহায় শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

এ সময় ব্যবসায়ী প্রকৌশলী মো. আবু হানিফ অসহায় শীতার্তদের উদ্দেশে বলেন, আজকে আমার পক্ষ থেকে যে উপহার নিয়ে এসেছি। তা বড় কিছু না। কিন্তু আজকে এখানে এসে এই শীতে আপনাদের কষ্ট দেখে আমিও কষ্ট পেয়েছি। আপনারা হয়তো অনেকেই আজকে পাবেন না। ভবিষ্যতে আরও বড় আকারে আপনাদের মাঝে কম্বল নিয়ে আসবো। আপনারা আমার জন্য দোয়ার করবেন।

প্রকৌশলী মো. আবু হানিফ পরে অসহায় দুই প্রতিবন্ধী নারী-পুরুষের হাতে একটি করে কম্বল তুলে দিয়ে কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেন। পরে একে একে তিনি আগে থেকেই স্লিপধারী অসহায় শীতার্ত শতাধিক নারী, পুরুষ ও শিশুর মাঝে একটি করে কম্বল বিতরণ করেন।

মেহেদী হাসান
জামালপুর।
০৪-০১-২০২৪

- Advertisment -

সর্বশেষ সংবাদ